HDFC Bank customers alert: আগামীকাল বন্ধ থাকবে UPI পরিষেবা, ভোগান্তির আশঙ্কায় লক্ষ লক্ষ গ্রাহক

HDFC Bank customers alert: যারা অনলাইন লেনদেনের জন্য UPI পেমেন্ট মোড ব্যবহার করেন তাঁদের জন্য রয়েছে বিরাট খবর। তাদের দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদের জানিয়েছে যে ৮ ফেব্রুয়ারি তাদের UPI পরিষেবা কয়েক ঘন্টার জন্য ব্যাহত হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
HDFC Bank customers alert

আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে সব ছেড়ে এখনই পড়ুন এই প্রতিবেদনটি। আগামীকাল UPI পরিষেবা পুরোপুরি কয়েকঘন্টার জন্য স্তব্ধ হয়ে যাবে। Photograph: (ফাইল চিত্র)

HDFC Bank customers alert:  আগামীকাল বন্ধ থাকবে UPI পরিষেবা! ৮ ফেব্রুয়ারি অনলাইন লেনদেনের সমস্যার মুখে পড়বেন লক্ষ লক্ষ গ্রাহক। 

Advertisment

যারা অনলাইন লেনদেনের জন্য UPI পেমেন্ট মোড ব্যবহার করেন তাঁদের জন্য রয়েছে বিরাট খবর।  তাদের  দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক তাদের গ্রাহকদের জানিয়েছে যে ৮ ফেব্রুয়ারি তাদের UPI পরিষেবা কয়েক ঘন্টার জন্য ব্যাহত হবে।

আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে সব ছেড়ে এখনই পড়ুন এই প্রতিবেদনটি। আগামীকাল UPI পরিষেবা পুরোপুরি কয়েকঘন্টার জন্য স্তব্ধ হয়ে যাবে। দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাংক ঘোষণা করেছে আগামীকাল অর্থাৎ ৮ ফেরুয়ারি UPI পরিষেবা কয়েক ঘন্টার জন্য ব্যাহত হবে। এই সময়ের মধ্যে, ব্যবহারকারীরা UPI এর মাধ্যমে কোনরকম লেনদেন করতে পারবেন না। স্বস্তির বিষয় হলো, UPI পরিষেবা  মাত্র কয়েক ঘন্টার জন্য ব্যাহত হবে। 

এইচডিএফসি ব্যাংকের পরিষেবা ব্যাহত থাকবে

Advertisment

এইচডিএফসি ব্যাংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে ৮ ফেব্রুয়ারি তাদের ইউপিআই পরিষেবা ৩ ঘন্টার জন্য ব্যাহত হবে। ৮ ফেব্রুয়ারি রাত ১২:০০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত, HDFC ব্যাঙ্কের কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, RuPay ক্রেডিট কার্ড, HDFC মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ এবং UPI-এর জন্য HDFC ব্যাঙ্ক সমর্থিত থার্ড-পার্টি অ্যাপগুলিতে UPI লেনদেন সম্ভব হবে না। এছাড়াও, HDFC ব্যাঙ্কের মাধ্যমে কোনও মার্চেন্ট UPI লেনদেন সম্ভব হবে না।

এইচডিএফসি ব্যাংক ব্যবহারকারীদের এই অসুবিধার কারণও ব্যাখ্যা করেছে। ব্যাংক জানিয়েছে যে ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার জন্য সিস্টেম রক্ষণাবেক্ষণের কারণেই ব্যাহত হবে এই UPI পরিষেবা । এর ফলে ব্যবহারকারীদের কয়েক ঘন্টার জন্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে। অসুবিধা এড়াতে, গ্রাহকরা ওই সময়ের আগেই তাদের গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।

কাছের মানুষকে দিন বিরাট চমক! ভ্যালেন্টাইন্স উইকের গিফটের সেরা তালিকা, যা মুগ্ধ করবে সঙ্গিনীকে

B-Tech