Heatwave Impact: তীব্র গরমে AC বিক্রিতে রেকর্ড গড়ার পথে ভারত, বাজারে দাপট কোন ব্র্যান্ডের?

AC Sell Increase: দেশজুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী কয়েকমাস তীব্র দহন জ্বালাতে নাভিশ্বাস উঠবে আম-আদমির। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে সাধারণের ভরসা একমাত্র এসি।

AC Sell Increase: দেশজুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী কয়েকমাস তীব্র দহন জ্বালাতে নাভিশ্বাস উঠবে আম-আদমির। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে সাধারণের ভরসা একমাত্র এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Tips to Fit an Air Conditioner Machine

প্রচণ্ড গরমের কারণে এসির চাহিদা বেড়েছে হুহু করে, ছোট শহরগুলিতে বিক্রি বেড়েছে আগের থেকে অনেকটাই বেশি।

AC Sell In India: প্রচণ্ড গরমের কারণে এসির চাহিদা বেড়েছে হুহু করে, ছোট শহরগুলিতে বিক্রি বেড়েছে আগের থেকে অনেকটাই বেশি। বিক্রির শীর্ষে রয়েছে ব্লু স্টার এবং ভোল্টাসের মত ব্র্যান্ড।

Advertisment

আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) অনুমান করেছে ২০৩০সালের মধ্যে ভারতে এয়ার কন্ডিশনার বিক্রির সংখ্যা ২৪ কোটিতে পৌঁছাতে পারে, যা ২০২৪ সালে ছিল ৯ কোটি ৩০ লক্ষ।

দেশজুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী কয়েকমাস তীব্র দহন জ্বালাতে নাভিশ্বাস উঠবে আম-আদমির। প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে সাধারণের ভরসা একমাত্র এসি। গরম বাড়ার সঙ্গে সঙ্গেই এয়ার কন্ডিশনার (এসি) এর চাহিদা রেকর্ড মাত্রায় পৌঁছে গিয়েছে। এসি উৎপাদনকারী কোম্পানিগুলি গ্রীষ্মের অতীতের সকল রেকর্ড ছাপিয়ে যাওয়ার আশা করছে। 

ছোট শহরগুলি থেকে ব্লু স্টারের ব্যাপক চাহিদা বাড়ছে

Advertisment

ব্লু স্টার লিমিটেডের পক্ষে সংস্থার এক কর্ণাধার জানিয়েছেন, গত বারের থেকে এবার গরমে বিক্রি বাড়তে পারে ৩০ শতাংশ। বিশেষ বিষয় হল, ছোট শহরগুলিতে বিক্রি আগের থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “মানুষ এখন হাসপাতাল, শপিং মল এবং রেস্তোরাঁয় এসি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে, তাই তারা তাদের বাড়িতেও এসির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছেন।” 

২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ২৪০ মিলিয়ন ইউনিটে পৌঁছাতে পারে

আন্তর্জাতিক শক্তি সংস্থা (IEA) অনুমান করেছে যে ভারতে এয়ার কন্ডিশনার ইউনিটের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ২৪ কোটিতে পৌঁছাতে পারে, যা ২০২৪ সালে ৯ কোটি ৩০ লক্ষ ছিল। 

ভোল্টাস গ্রামীণ ভারতে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে

টাটা গ্রুপের কোম্পানি ভোল্টাস লিমিটেডের সিইও প্রদীপ বক্সী বলেছেন যে গত বছরের জোরালো চাহিদা এ বছরও অব্যাহত থাকবে বলে আশা। কোম্পানি এখন তার শহর ছাড়িয়ে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলেও এসি বিক্রির দিকে ফোকাস পেয়েছে। 

আইএমডি তথ্য অনুসারে, মার্চ থেকে মে মাসের মধ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার কারণে দেশের একটা বড় অংশে  তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ছিল দেশের দ্বিতীয় উষ্ণতম ফেব্রুয়ারি মাস। 

Air Conditioner