পুরোনো পরিকাঠামোকে সম্পূর্ণ বদলে নতুন ট্যারিফ নিয়মাবলী চালু করেছে ট্রাই। কিন্তু শুরু থেকে তা লঙ্ঘন করে চলেছে কেবল টিভি, ডিটিএইচ পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলি। সম্প্রতি তাদের কড়া বার্তা দিয়ে সতর্ক করল ট্রাইেয়র চেয়ারম্যান আর এস শর্মা।
পিটিআইকে শর্মা জানিয়েছেন, চ্যানেল বাছাইয়ের কাজকে সহজ করতে কোম্পানিগুলি গ্রাহকদের কাছে নিয়ে এসেছে তাদের তৈরি করা প্ল্যান। কোম্পানি গুলি প্রায় জোর করেই তা গ্রাহকদের ওপর চাপিয়ে দিচ্ছে। যা নিয়ন্ত্রক কাঠামোর বিরুদ্ধে।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়েছে এই নয়া নিয়ম। যার সময়সীমা ছিল মার্চের ৩১ তারিখ পর্যন্ত। সেই মেয়াদ বর্তমানে শেষ। কিন্তু এখন প্রশ্ন, যাঁরা বাছাই করে উঠতে পারে নি তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হবে? ট্রাইয়ের তরফ থেকে জানানো হয়েছে যারা ট্রাইয়ের পূর্ববর্তী নির্দেশ মানেনি তাদের ‘Best Fit Plan’এ চালিত করা হবে। যেখানে গ্রাহকদের পছন্দের ভিত্তিতে আগেভাগেই বাছাই করা থাকবে চ্যানেল। অর্থাৎ যাঁরা বৈধ সময়ের মধ্যে বাছাই পর্ব সেরে উঠতে পারছেন না, তাঁদের বিগত দিনের পছন্দের ভিত্তিতে ভাগ করে দেওয়া হবে চ্যানেল। সেই বাছাইয়ের কাজ করবেন কেবল অপারেটররাই। এমনই সুপারিশ করেছে ট্রাই। বাছাই করার ৭২ ঘণ্টা পর দেখতে পারবেন আপনার পছন্দের চ্যানেল।
আরও পড়ুন: নিয়মাবলী লঙ্ঘনে কেবল টিভি-ডিটিএইচকে সতর্ক করল ট্রাই
১) আপনি বেসিক ১০০টি চ্যানেলই কেবল নেন, সে ক্ষেত্রে ১৩০ টাকা এবং ১৮% জিএসটি যোগ করে মোট ১৫৩ টাকা বিল হবে।
২) পেইড চ্যানেল নিলে, সেগুলির যা দাম তা আপনাকেই বহন করতে হবে। ২৫টি ফ্রি দূরদর্শন চ্যানেল থাকবে আপনার প্যাকে। পছন্দের চ্যানেলের তালিকা থেকে এই চ্যানেলগুলি আপনি বাদ দিতে পারবেন না।
৩) আপনি যদি মোট ১৫০ টি চ্যানেল বেছে নেন, তাহলে আপনার NCF হবে ১৩০+২০+২০=১৭০ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি, মোট খরচ হবে ২০০ টাকা। মনে রাখবেন এটি শুধুমাত্র নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি। সংশ্লিষ্ট পেইড চ্যানেলের যা দাম তা জিএসটি-সহ যোগ হবে আপনার বিলে।
৪) সব চ্যানেল ব্যয়বহুল নয়। আপনি প্রতি মাসে ৫০ পয়সা খরচেও নিউজ চ্যানেল পেতে পারেন। একটি চ্যানেলের সর্বাধিক মূল্য ১৯ টাকা পর্যন্ত হতে পারে।
৫) চ্যানেল প্যাক তৈরি করার সময় আপনার কাছে HD বা SD চ্যানেল বেছে নেওয়ার বিকল্পও থাকবে। একটি এইচডি চ্যানেলের খরচ, ২টি এসডি চ্যানেলের সমান। সুতরাং, আপনার তালিকাতে যদি ১০০টি চ্যানেলের মধ্যে ১০ টি এইচডি চ্যানেল থাকে তাহলে তা ৪০ টি এসডি চ্যানেলের সমান।
Read the full story in English