BSNL Recharge Offer: BSNL নিয়ে এল বাম্পার হোলি অফার। পান দীর্ঘ মেয়াদী প্ল্যানে এক মাসের অতিরিক্ত বৈধতা একেবারে বিনামূল্যে।
সরকারি টেলিকম কোম্পানি BSNL-এর গ্রাহকদের জন্য রয়েছে বিরাট সুখবর। বিএসএনএল এখন তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে হোলির বাম্পার প্ল্যান। দীর্ঘ মেয়াদী এই সস্তার রিচার্জ প্ল্যানে পেয়ে যান এক মাসের অতিরিক্ত বৈধতা।
আপনি কী ব্যয়বহুল রিচার্জ প্ল্যানে ক্লান্ত? তাহলে আপনার জন্য সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে বিরাট আপডেট। হোলি উপলক্ষে BSNL তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। সরকারি কোম্পানি এখন দীর্ঘ মেয়াদী প্ল্যানে কোটি কোটি মোবাইল ব্যবহারকারীদের এক মাসের অতিরিক্ত বৈধতা অফার করছে।
গত জুলাইয়ে যখন থেকে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তখন থেকেই BSNL ক্রমাগত সস্তার প্ল্যানে বড় চমক দিয়েছে। বর্তনামে বিএসএনএল নিয়ে এলো হোলি ধামাকা অফার।
আপনাদের জানিয়ে রাখি যে BSNL-এর তালিকায় ১৪৯৯ টাকার একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে। যারা কম দামে দীর্ঘ বৈধতা চাইছেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে ৩৩৬ দিনের দীর্ঘ বৈধতা অফার করছে।
BSNL-এর ১৪৯৯ টাকার প্ল্যানে এখন গ্রাহকরা ২৯ দিনের অতিরিক্ত বৈধতা পাচ্ছেন। এইভাবে, এখন ব্যবহারকারীরা মোট ৩৬৫ দিনের মেয়াদ পাবেন। বিএসএনএলের এই সর্বশেষ অফারটি বেসরকারি কোম্পানিগুলির টেনশন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অফারটি শুধুমাত্র ৩১শে মার্চ পর্যন্ত বৈধ থাকবে।
BSNL-এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধা সম্পর্কে বলতে গেলে, এই রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের দীর্ঘ মেয়াদ সহ সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং পাবেন। পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএসও পাবেন। তবে, যদি আপনি প্রচুর ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তাহলে আপনি এই প্ল্যানে কিছুটা হতাশ হতে পারেন। আসলে এই প্ল্যানে কোম্পানি ব্যবহারকারীদের সীমিত ডেটা অফার করে । এই প্ল্যানে ৩৬৫দিনের জন্য মাত্র 24GB ডেটা পাবেন।