Advertisment

Honda Electric: বৈদ্যুতিক স্কুটারের জগতে আলোড়ণ! বাজারে আসছে Honda এর প্রথম ইভি, সামনে এল দিনক্ষণ

Honda Electric: বৈদ্যুতিক স্কুটারের জগতে আলোড়ণ! বাজারে আসতে চলেছে Honda এর প্রথম ইভি। নভেম্বরেই লঞ্চ হবে বহু প্রতীক্ষিত Honda Electric স্কুটার। নয়া এই স্কুটার TVS iQube-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
honda EV

বৈদ্যুতিক স্কুটারের জগতে আলোড়ণ! বাজারে আসছে Honda এর প্রথম ইভি, সামনে এল দিনক্ষণ

Honda Electric:  বৈদ্যুতিক স্কুটারের জগতে আলোড়ণ! বাজারে আসতে চলেছে Honda এর প্রথম ইভি। আগামী ২৭ নভেম্বর লঞ্চ হবে বহু প্রতীক্ষিত Honda Electric স্কুটার। নয়া এই স্কুটার TVS iQube-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।  

Advertisment

যারা দীর্ঘদিন ধরে হোন্ডার ইলেকট্রিক টু-হুইলারের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। হ্যাঁ, Honda আগামী ২৭ নভেম্বর ব্র্যাণ্ডের প্রথম বৈদ্যুতিক টু-হুইলার লঞ্চ করতে চলেছে। Honda-এর এই ইলেকট্রিক স্কুটারতে থাকবে দুটি রিমুভেবেল ব্যাটারি। কোম্পানির দাবি নয়া এই ই-স্কুটার  সম্পূর্ণ চার্জে ৭০ কিলোমিটার মাইলেজ প্রদান করবে।

অফ সিজনে বাম্পার ডিসকাউন্ট, অর্ধেক দামে কিনুন নামী ব্র্যাণ্ডের প্রিমিয়াম এসি

 নতুন এই ইভির বিষয়ে বিশদ কোন তথ্য দেয় নি সংস্থা। তবে জল্পনা Honda ২৭ নভেম্বর বাজারে লঞ্চ করতে চলেছে  Activa ইলেকট্রিক। একাধিক মিডিয়া রিপোর্টেও দাবি করা হয়েছে নয়া এই স্কুটারটি হতে চলেছে Activa EV। সম্পূর্ণ নতুন ডিজাইন এবং ফিচার্স সহ বাজারে এই ইভি লঞ্চ করবে Honda। 

সম্প্রতি, Honda তার নতুন ইলেকট্রিক স্কুটারটি EICMA 2024-এ পেশ করেছে। কোম্পানির দাবি যে এটি সম্পূর্ণ চার্জে 70 কিলোমিটার মাইলেজ দেবে। Honda-এর নতুন ইলেকট্রিক স্কুটার সরাসরি TVS iQube, Ather Rizta, 450, Ola S1 এবং Bajaj Chetak EV-এর সাথে প্রতিযোগিতার আসরে নামবে। বর্তমানে এই স্কুটারটির দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, এই স্কুটারটির দাম হতে পারে এক লাখ টাকা। এই স্কুটারটিতে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে বলে জানা যাচ্ছে।

Electric Vehicle Electric scooter
Advertisment