Honor 90 5G: 200MP ক্যামেরা সহ চোখধাঁধানো লুক! রয়েছে ১৫ হাজার টাকার ছাড়। Honor-এর নতুন স্মার্টফোন Honor 90 5G ভারতে লঞ্চ হয়েছে। ফোনটি আজ অর্থাৎ ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা কিনতে পারবেন গ্রাহকরা। প্রথম সেলেই রয়েছে ১৫ হাজার টাকার ছাড়। ফোনটিতে রয়েছে 200MP ক্যামেরা সেন্সর। এছাড়া ফোনটিতে রয়েছে কার্ভড ডিসপ্লে। 5000mAh ব্যাটারি।
Honor 90-এর 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৭ হাজার টাকা। যেখানে 12 GB RAM এবং 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। কিন্তু লঞ্চ অফারে আপনি ১০ হাজার টাকার ডিসকাউন্ট অফারের সঙ্গে ফোনটি কিনতে পারবেন। এই ক্ষেত্রে, 8 GB RAM এবং 256 GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন ২৭,৯৯৯ টাকায়। 12 GB RAM এবং 512 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। শুধু তাই নয়, রয়েছে ২ হাজার টাকার এক্সচেঞ্জ অফজ। পাশাপাশি আইসিআইসিআই এবং এসবিআই কার্ডে রয়েছে ৩ হাজার টাকার ইন্সট্যান্ট ছাড়। আপনি যদি এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক ডিসকাউন্টের সুবিধা নেন, তাহলে আপনি মোট ১৫ হাজার টাকা ছাড় পেতে পারবেন।
Honor 90 স্মার্টফোনটিতে একটি 6.7 ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লে রেজোলিউশন 1.5K পিক্সেল। এই ফোনে রয়েছে Qualcomm 7 Gen 1 চিপসেট। ফোনটি Android 13 বেসড ভিত্তিক MagicOS 7.1-এ কাজ করে। ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মেইন ক্যামেরা হল 200MP, সেই সঙ্গে 13MP আল্ট্রাওয়াইড সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর রয়েছে এই ফোনে। ফোনটির সামনে একটি সেলফির জন্য রয়েছে 50MP ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। পাশাপাশি রয়েছে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট ।