/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/honor9n_big_21.jpg)
Honor 9N Launch Mobile Price and Launch date in India: ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইনের বেজেল লেস Honor 9N পাওয়া যাবে ফ্লিপকার্টে।
Honor 9N Launch date in India: ভরসা জোগাতে সক্ষম চাইনিজ স্মার্টফোন Honor। ২.৫ডি কার্ভড গ্লাস ডিজাইনের বেজেলহীন Honor 9N ফ্লিপকার্টে পাওয়া যাবে ৩১ জুলাই। ভারতের মোবাইল বাজারে ফোনটির নাম Honor 9i। ফোনটির দাম ১১,৯৯৯ টাকা। চিনে ফোনটি গত মাসে লঞ্চ হয়েছে Honor 9N নামে। সেলস ভাইস প্রেসিডেন্ট পি সঞ্জীব দাবি করেছন ভারতে দ্রুত ব্যবসা করতে সক্ষম হয়েছে অনর। এছাড়াও তিনি বলেন, honor10 বাজারে আসার পর গোটা বিশ্বে ৩ মিলিয়ন ফোন বিক্রি হয়েছে। এছাড়া ৯০ দিনে ভারতেই প্রায় ১ মিলিয়ান ফোন বিক্রি হয়েছে।
#Honor9N launched in India at a starting price of Rs 11,999, @Flipkart sale from July 31https://t.co/eg4mNaNy0Opic.twitter.com/erYeqDR8nU
— Express Technology (@expresstechie) July 24, 2018
৫.৮৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেতে আছে ২২৮০x১০৮০ পিক্সেল। ডিসপ্লে রেশিও রয়েছে ১৯:৯। ট্রেন্ড মিলিয়ে লম্বালম্বি ভাবে থাকবে রিয়ার ক্যামেরা। একটি ১৩ মেগাপিক্সেল অন্যটিতে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা। ফোনটি সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপারের সঙ্গে AI বিউটিফিকেশন মোড। GPU টার্বো আগামী মাসেই আপডেটেড হবে। যার ফলে পুরোপুরি বদলে যাবে ফোনের পারফরম্যান্স।
Honor 9N Mobile Price, Camera, Specification and Launch in India
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/honor-9n-camera-event.jpg)
ফোনের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Honor 9 Lite এর পরবর্তী আপডেটেড ভার্সন এই ফোনটি। ভারতে চারটি মডেলে পাওয়া যাবে এই হ্যান্ডসেটটি যার মধ্যে থাকবে নানা রঙ- Midnight black, Robin Egg Blue, Sapphire Blue, and Lavender Purple ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/honor-9n-colours.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/honor9n_big1.jpg)
Honor 9N ফোনটির ইন্টারনাল হার্ডওয়ারে রয়েছে অক্টা-কোর কিরিন ৬৫৯ প্রসেসর ও সঙ্গে Mali-T830 MP2 GPU থাকবে উন্নতমানের গ্রাফিক্সের জন্য। ৪ জিবি র্যাম ভার্সনে থাকবে ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এক্সটারনাল স্টোরেজে ২৫৬ জিবি অবধি মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন। ব্যাটারি ব্যাকআপে ৩,০০০mAh।
Capture beauty at it’s best with 13MP+2MP rear camera & 16MP front camera in the all-new #Honor9N! Stay tuned to buy the beauty exclusively on @Flipkart - https://t.co/FL6rSTWHpV#BeautyAllAroundpic.twitter.com/Rg6GnkOILk
— Honor India (@HiHonorIndia) July 24, 2018
৩টি ভার্সনে পাওয়া যাবে Honor 9N
৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১১,৯৯৯ টাকা।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৭,৯৯৯ টাকা।
রিলায়েন্স জিও পরিষেবা নিলে ফোনটি কিনলে পাওয়া যাবে ২,২০০ ক্যাশব্যাক ও ১০০ জিবি অ্যাডিশনাল ডেটা, এছাড়া ১,২০০ টাকার মিন্ট্রা ভাউচার।