Advertisment

Honor magic 6 pro: রয়েছে 180MP দুর্দান্ত ক্যামেরা! জলের গভীরে খেলা করবে Honor-র নয়া স্মার্টফোন

নয়া এই স্মার্টফোনে রয়েছে 50MP ডুয়াল সেলফি ক্যামেরা, 180 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 12 GB RAM, 512 GB পর্যন্ত স্টোরেজ, 5600mAh ব্যাটারি।

author-image
IE Bangla Tech Desk
New Update
"honor,honor magic 6 pro,mobile

নয়া এই স্মার্টফোনে রয়েছে 50MP ডুয়াল সেলফি ক্যামেরা, 180 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 12 GB RAM, 512 GB পর্যন্ত স্টোরেজ, 5600mAh ব্যাটারি।

Honor magic 6 pro: রয়েছে 180MP ক্যামেরা! Honor Magic 6 Pro, IP68 রেটিং সহ ভারতে লঞ্চ হয়েছে, দাম ও ফিচার্স জানলে চমকে উঠবেন।

Advertisment

Honor ভারতীয় বাজারে তাদের শক্তিশালী স্মার্টফোন Honor Magic 6 Pro লঞ্চ করেছে। নয়া এই স্মার্টফোনে রয়েছে 50MP ডুয়াল সেলফি ক্যামেরা, 180 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 12 GB RAM, 512 GB পর্যন্ত স্টোরেজ, 5600mAh ব্যাটারি।

Honor Magic 6 Pro ডিভাইসটি 12 GB RAM + 512 GB সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে 89,999 টাকা। এই স্মার্টফোনটি 15 আগস্ট থেকে Amazon প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে। লঞ্চ অফারের থাকবে নো কস্ট ইএমআই এবং অন্যান্য ব্যাঙ্ক অফার।

Honor Magic 6 Pro মডেলে রয়েছে 6.80 ইঞ্চি OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট। 1600nits সর্বোচ্চ উজ্জ্বলতা। এই হ্যাণ্ডসেটে রয়েছে Snapdragon 8 Gen 3 চিপসেট। 12 জিবি র‌্যাম, 512GB স্টোরেজ সহ সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে নয়া এই ডিভাইস।

Honor Magic 6 Pro তে, কোম্পানি 12 GB LPDDR5X RAM এবং 512 GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ অফার করেছে। যার সাহায্যে ব্যবহারকারীরা প্রচুর পরিমাণে ছবি, ভিডিও, ফাইল বা অন্য কোনো ডেটা সংরক্ষণ করতে পারবেন।

ক্যামেরার দিক থেকে এই ফোনে রয়েছে 50+180+50MP রিয়ার ক্যামেরা। 50MP ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের দিক থেকে এই ফোনে রয়েছে 5600mAh ব্যাটারি। 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি রয়েছে 66W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।

আরও পড়ুন - < jio vs Bsnl: jio-র ৭২ দিনের পাল্টা Bsnl-র ৩০০ দিনের ভ্যালিডিটি, সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বিরাট ধাক্কা >

Honor Magic 6 Pro তে জল এবং ধুলো বালি থেকে সুরক্ষার জন্য রয়েছে IP68 রেটিং। নিরাপত্তার জন্য এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কানেক্টিভিটির দিক থেকে এই স্মার্টফোনে রয়েছে ব্লুটুথ 5.3, Wi-Fi 7 এবং NFC, 5G, 4G সাপোর্ট, ক্যামেরা এবং অন্যান্য অপারেশনগুলির জন্য AI প্রযুক্তির মত বৈশিষ্ট। অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে, Honor Magic 6 Pro স্মার্টফোনটি Android 14 ভিত্তিক Magic OS 8.0-এ কাজ করে।

Tech News 5G smartPhone
Advertisment