Advertisment

Honor Play India Launch: ফোর ডি ভিজুয়াল ও থ্রি ডি সাউন্ডে গেম খেলার অনুভূতি পাবেন এই ফোনে

Honor Play India Launch Date and Price, Live Stream: আজ বিকেল ৪ টে থেকেই ‌অ্যামাজন সেলে পাওয়া যাবে ফোনটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Honor Play India Launch Date

Honor Play India Launch Date:

Honor Play India Launch: শাওমিকে খানিক পিছনে ফেলে এখন শিরোনামে হুয়াওয়ে কোম্পানি। বর্তমানে তার সাব-ব্র্যান্ড হনরের জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া Honor Play কোম্পানির প্রথম স্মার্টফোন যেখানে থাকবে কোম্পানির নিজস্ব GPU Turbo technology। যা ফোনের কার্যক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। এছাড়া গেম খেলা ও ভিডিও দেখার জন্য রয়েছে উন্নতমানের গ্রাফিক্স কার্ড।

Advertisment

১৯.৫:৯ অ্যাসপেক্ট রেশিও ৬.৩ ইঞ্চির FHD ডিসপ্লেতে রয়েছে Honor Play ফোনটিতে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে থাকবে Kirin 970 chipset সহ ৩৭৫০ mAh ব্যাটারি ব্যাকআপ। দুটি র‌্যাম ভার্সনে চলা ফোনটিতে আছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে ২৫৬ মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ১৬ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা কম্বিনেশন রয়েছে ফোনের রিয়ার ক্যামেরায়।

ফোনটিতে রয়েছে AI ক্যামেরা। যেখানে একবার ক্লিকে ২২টি অবজেক্ট এবং ৫০০ র বেশি সেন্সকে আলাদা করে ঠাহর করা যাবে। এছাড়াও রয়েছে ক্যামেরার সঙ্গে রয়েছে এমন এক প্রযুক্তি, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সহায়তা করবে।

Honor Play India Launch Date: Honor Play India Launch Date:

Honor Play India Launch Date: Honor Play Specs, features, camera and price in India

৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের মডেলটির দাম ১৯,৯৯৯ টাকা, এবং ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ২৩, ৯৯৯ টাকা। আজ বিকেল ৪ টে থেকেই ‌অ্যামাজন সেলে পাওয়া যাবে ফোনটি।

Honor Play India Launch Date: Honor Play India Launch Date:

গেমিং মোডে '4D' ভিজুয়াল এক্সপেরিয়েন্স, ও 3D সাউন্ড এফেক্ট পাওয়া যাবে হনর প্লেতে। গেম খেলার মাঝেই আপনি দেখতে পারবেন আপনার ফোনে আসা নোটিফিকেশন এবং গেম থেকে না বেড়িয়েই কল বা টেক্সট করা সম্ভব হবে।

smartphone honor
Advertisment