হিটার ব্যাবহারের দিন শেষ! শীতে ঘর যেমন থাকবে গরম, গ্রীষ্মে পান কনকনে ঠান্ডা, বাড়িতে আনুন ডবল বেনিফিটের হট অ্যান্ড কোল্ড এসি

শীত পড়লেই ঘর গরম রাখার জন্য অনেকেই হিটার ব্যবহার করেন, কিন্তু এখন আর আলাদা হিটার কেনার প্রয়োজন নেই। আধুনিক প্রযুক্তির সৌজন্যে বাজারে এখন এমন এয়ার কন্ডিশনার পাওয়া যায় যেটি ঘর গরম ও ঠান্ডা—দু’টোই করতে সক্ষম।

শীত পড়লেই ঘর গরম রাখার জন্য অনেকেই হিটার ব্যবহার করেন, কিন্তু এখন আর আলাদা হিটার কেনার প্রয়োজন নেই। আধুনিক প্রযুক্তির সৌজন্যে বাজারে এখন এমন এয়ার কন্ডিশনার পাওয়া যায় যেটি ঘর গরম ও ঠান্ডা—দু’টোই করতে সক্ষম।

author-image
IE Bangla Tech Desk
New Update
hot and cold AC, AC for winter, dual purpose AC, inverter AC price, heat pump AC, air conditioner for heating, AC with heater, hot and cold inverter AC, best AC for winter in India

হিটার ব্যাবহারের দিন শেষ! শীতে ঘর যেমন থাকবে গরম, গ্রীষ্মে পান কনকনে ঠান্ডা, বাড়িতে আনুন ডবল বেনিফিটের হট অ্যান্ড কোল্ড এসি

শীত পড়লেই ঘর গরম রাখার জন্য অনেকেই হিটার ব্যবহার করেন, কিন্তু এখন আর আলাদা হিটার কেনার প্রয়োজন নেই। আধুনিক প্রযুক্তির সৌজন্যে বাজারে এখন এমন এয়ার কন্ডিশনার পাওয়া যায় যেটি ঘর  গরম ও ঠান্ডা—দু’টোই করতে সক্ষম। এই হট অ্যান্ড কোল্ড এসি শীতকালে ঘর গরম রাখে এবং গ্রীষ্মে ঠান্ডা বাতাস সরবরাহ করে। অর্থাৎ, সারা বছর জুড়েই ব্যবহার করা যায় একটি মাত্র মেশিন।

Advertisment

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের এসি তাপগতিবিদ্যার (Thermodynamics) বিপরীত চক্রে কাজ করে। এর মানে, গ্রীষ্মে যেমন ঠান্ডা বাতাস ঘরে পাঠায়, শীতকালে ঠিক তার উল্টো করে ঘরে উষ্ণ বাতাস সরবরাহ করে। এতে ব্যবহৃত হিট পাম্প প্রযুক্তি সাধারণ এসির তুলনায় অনেক বেশি কার্যকর। বাইরের ঠান্ডা বাতাসকে টেনে এনে তা গরম করে ঘরে ছড়িয়ে দেয় এই সিস্টেম। ফলে, এটি বৈদ্যুতিক হিটারের মতো অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে না, বরং অনেকটাই সাশ্রয়ী।

হট অ্যান্ড কোল্ড এসি বনাম সাধারণ এসি: সাধারণ এসিগুলি শুধুমাত্র গ্রীষ্মকালের জন্য তৈরি এবং শীতকালে প্রায় অকেজো হয়ে পড়ে। কিন্তু হট অ্যান্ড কোল্ড এসিগুলি সারাবছর ব্যবহারযোগ্য, কারণ এতে কুলিং ও হিটিং—দুটোই সুবিধা পাওয়া যায়। এগুলিতে টার্বো হিটিং এবং ফাস্ট কুলিংয়ের মতো উন্নত ফিচার থাকে, যা দ্রুত তাপমাত্রা পরিবর্তন করতে সাহায্য করে।

Advertisment

কাদের জন্য উপযুক্ত: শীতে যারা ঘর গরম রাখতে হিটার ব্যবহার করেন আবার গরমেও এসি ছাড়া চলে না তাদের জন্য   এই এসি সবচেয়ে বেশি কার্যকর। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এটি প্রযুক্তিগত দিক থেকে হিটারের চেয়েও নিরাপদ।  

দাম ও সাশ্রয়: সাধারণ ১.৫ টন ইনভার্টার এসির দাম যেখানে ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার  মধ্যে পাওয়া যায় সেখানে হট অ্যান্ড কোল্ড এসির দাম ৫০,০০০ থেকে ৬৫,০০০ টাকার মধ্যে। দাম কিছুটা বেশি হলেও বিদ্যুৎ সাশ্রয়ে এই এসি মেশিনের জুড়ি মেলা ভার। কারণ আলাদা হিটার কিনতে বা চালাতে অতিরিক্ত খরচ হয় না।

এই শীতকালে যদি আপনি ঘর গরম রাখার জন্য কার্যকর ও নিরাপদ সমাধান খুঁজছেন, তাহলে একটি হট অ্যান্ড কোল্ড ইনভার্টার এসি হতে পারে সেরা পছন্দ।

আরও পড়ুন-দুর্বল ওয়াই-ফাই সংযোগে নাজেহাল? মুহূর্তে বাড়বে ইন্টারনেট স্পিড, সহজ টিপসগুলি ঝটপট জেনে নিন

 গ্রাহকদের জন্য বড় ধাক্কা, একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমে গেল, ফের দাম বাড়বে?

২ লিটারে পাবেন ১৭০ কিমির অনবদ্য মাইলেজ, নামিদামি কোম্পানির এই সিএনজি স্কুটারটি বাজার কাঁপাবে

ভারতীয় ইউজারদের জন্য সুখবর! বিরাট অফার ChatGPT Go-র

আরও কমল খাটনি! এবার নোট লিখবে AI, বহুভাষায় ভয়েস সার্চ, অনুবাদ এখন জলভাত!

পাখির পালকের চেয়েও হালকা, অনবদ্য ফিচারের সঙ্গে পান সেরা পারফরমেন্স, ২০ হাজারের কমে পান দারুণ এই ল্যাপটপ

৬ টাকার কম খরচে দৈনিক আনলিমিটেড কলিং, ডেটা, তোলপাড় ফেলা অফারে বাজার গরম করল Jio

air conditioner machine