Advertisment

Aadhaar Update: আধারে দেওয়া তথ্য সঠিক তো? বিনামূল্যে আধার আপডেটের দিনক্ষণ জানাল সরকার

Aadhaar Update: আধার কার্ড আজকালকার দিনে এক গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে হোটেল বুকিং সরকারি পরিষেবার সুবিধা পেতে আধার কার্ড অপরিহার্য্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
Aadhaar Update

র্তমানে মানুষ কোন রকমের ফি ছাড়াই আধার আপডেট করার সুযোগ পাচ্ছেন।

Aadhaar Update:  আধার কার্ডটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI জারি করে। আধার কার্ড আজকালকার দিনে এক গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে হোটেল বুকিং সরকারি পরিষেবার সুবিধা পেতে আধার কার্ড অপরিহার্য্য। এছাড়াও, আধার কার্ড পাসপোর্ট তৈরিতে নতুন সিম কানেকশন নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। এমন পরিস্থিতিতে আধার কার্ডে আপনার দেওয়া তথ্য একেবারে সঠিক হওয়া উচিত। আপনার আধারে কোন তথ্য ভুল থাকলে সেটিকে অবিলম্বে আপডেট করে নিতে হবে। 

Advertisment

আধার কার্ডে জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেট করার সুযোগ আপনি পাবেন । UIDAI ওয়েবসাইটের সাহায্যে myAadhaar পোর্টাল থেকে আধার অনলাইনে আপডেট করা যেতে পারে । বর্তমানে মানুষ কোন রকমের ফি ছাড়াই আধার আপডেট করার সুযোগ পাচ্ছেন।

পাঁচ মাস রিচার্জ করতে হবে না, দিব্যি অ্যাকটিভ থাকবে সিম, শোরগোল ফেলা অফার BSNL-এর

আধারে কতবার পরিবর্তন করা যেতে পারে

আধার কার্ডে আপডেটগুলি একাধিকবার করা যেতে পারে।  তবে আধার আপডেটের মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন আধার কার্ডে নাম আপনি সর্বোচ্চ দুবার বদলাতে পারেন। এর পরেও নাম বদলেও প্রয়োজন হলে আপনাকে   UIDAI থেকে অনুমোদন নিতে হবে। এছাড়াও, কেন আপনি নাম বদল করছেন সেই বিষয়ে  আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। আধারে নাম ব্যতীত ঠিকানা আপনি যতবার ইচ্ছা বদল করতে পারেন। এ

সময়মতো আধার আপডেট না হলে কী করবেন?

বেশিরভাগ আধার কার্ডে আপডেট সংক্রান্ত অনুরোধ ৩০ দিনের মধ্যে UIDAIঅনুমোদন করে । আপনার আধার আপডেট ৪৫ দিনের বেশি সময় লাগবে আপনার 1947 নম্বরে কল করা বা UIDAI-এর সাথে যোগাযোগ করা উচিত।

বিনামূল্যে আধার আপডেট করুন
UIDAI সকলের জন্য আধার কার্ড আপডেটের সুযোগ দিচ্ছে।  কেন্দ্রীয় সরকার বলেছে ১০ বছরের পুরনো আধার কার্ড অবিলম্বে আপডেট করতে হবে। আপনি যদি ১৪ ডিসেম্বরের আগে অনলাইনে আধার কার্ড আপডেট করেন, তাহলে আপনার কাছ থেকে কোনও চার্জ ধার্য্য করা হবে না। কারণ সরকার ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুবিধা প্রদান করছে।

Aadhaar Card
Advertisment