Advertisment

Air Conditioner: প্রতিদিন আটঘন্টা AC চালাচ্ছেন? মাসের শেষে বিদ্যুত বিলের অঙ্কটা চোখ কপালে তুলবে!

স্টার রেটিংয়ের উপর বিদ্যুতের বিল অনেকটাই নির্ভর করে।

author-image
IE Bangla Tech Desk
New Update
What is the difference between inverter and non-inverter AC, inverter ac, non-inverter AC, AC Machine, Air Conditioner Machine, Inverter AC vs Non-inverter AC, AC, Air Conditioner, Heat Wave, Voltas AC, Hitachi AC

এসি কেনার আগে এই বিষয়গুলিও মাথায় রাখা জরুরি।

জ্বালাপোড়া গরমের হাত থেকে রেহাই পেতে AC মেশিন কেনার ঝোঁক প্রবলভাবে বেড়ে গিয়েছে। AC এখন আর যেন বাহুল্যতা নেই এটি এখন বেশ অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠেছে। আপনার ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের AC কিনতে পারেন। তবে ইদানিং ইনভার্টার এসি (inverter AC) এবং নন-ইনভার্টার (Non-inverter AC) এসি শব্দবন্ধের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। AC-এর এই দুটি ধরনের মধ্যে কোনটি কিনলে আপনি বিদ্যুতের খরচ বাঁচাতে পারবেন? ইনভার্টার AC আর নন-ইনভার্টার AC-র মধ্যে ফারাকটাই বা ঠিক কী?

Advertisment

ইনভার্টার AC কী?

একটি ইনভার্টার AC-র কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।

এছাড়াও এক ইউনিটে পৌঁছনোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে DC পাওয়ারকে AC-তে রূপান্তরিত করে, যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই সামগ্রিকভাবে এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে। এটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী হতে পারে যাঁরা তাঁদের বাড়ির বিদ্যুতের প্রয়োজনে সৌর শক্তির উপরেও নির্ভর করেন।

নন ইনভার্টার AC কী?

নন-ইনভার্টার AC-র কম্প্রেসর নির্দিষ্ট একটি গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। ফের ঘর গরম হলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।

এসি কিনতে গেলে উপোরক্ত বিষয়গুলি মাথায় রাখা উচিত। তবে ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি। সেই কারণে এসি কেনার আগে এই বিষয়গুলিও মাথায় রাখা জরুরি।

বাজারে দেড় টন নন-ইনভার্টার এসি সবচেয়ে বেশি বিক্রি হয়। দেড় টন এসি বাড়ির ছোট বা মাঝারি আকারের ঘর ঠান্ডা করার জন্য সেরা। তবে ১.৫ টন এসি বাড়িতে লাগালে বিদ্যুৎ বিল কত আসবে প্রতিমাসে? তা হয়তো অনেকেই জানেন না। দেড় টন এসি চালালে এক মাসে কত বিদ্যুৎ বিল আসবে তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব।
ইলেকট্রিক বিল নির্ভর করে আপনি মাসে কতক্ষণ এসি চালাচ্ছেন তার উপর। বাজারে ১ স্টার থেকে ৫ স্টার রেটিং-সহ এসি পাওয়া যায়। স্টার রেটিংয়ের উপর বিদ্যুতের বিল অনেকটাই নির্ভর করে।

আপনি যদি একটি ৫স্টার রেটিংয়ের ইনভার্টার দেড় টন এসি প্রতিদিন আট ঘন্টা করে চালান সেক্ষেত্রে আপনার প্রতিদিন ৬.৪ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। বিদ্যুতের বিল প্রতি ইউনিট যদি ৭.৫০ টাকা করে দিতে হয় তাহলে দিন প্রতি আপনার খরচ হচ্ছে ৪৮টাকার কাছাকাছি। মাসে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে ১৫০০ টাকার আশেপাশে।

আর আপনি যদি ৩স্টার রেটিং সহ দেড়টন এসি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি মাসে অতিরিক্ত ৫০০-৬০০ টাকা বিদ্যুৎ বিল বেশি দিতে হবে। অর্থাৎ ৩স্টার রেটিং সহ দেড়টন ইনভার্টার এসি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতিমাসে ২০০০-২২০০ টাকার আশেপাশে বিদ্যুৎ বিল দিতে হবে। আর নন- ইনভার্টার এসি ব্যবহার করলে বিদ্যুৎবিল কিছুটা স্বাভাবিক ভাবেই বেশি আসবে।

Air Conditioner
Advertisment