AC Electricity Bill:: প্রচণ্ড গরমে মানুষের গলদঘর্ম অবস্থা। গরম থেকে বাঁচতে মানুষ এসির আশ্রয় নিচ্ছেন। হিসাব বলছে গত বছরের তুলনায় এসির বিক্রি চলতি বছরের কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অনেকেই বিদ্যুৎ বিল বাঁচাতে স্প্লিট এসির বদলে উইন্ডো এসি লাগাচ্ছেন।
অনেকের মনেই এই প্রশ্ন আসে সারা রাত উইন্ডো এসি চালালে বিদ্যুৎ বিল কত আসবে?
গরমে ঘরবাড়িতে থাকা মানুষের জন্য যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ এসি মেশিনের আশ্রয় নিচ্ছেন। প্রচণ্ড গরমে কুলারও ঠিক মত কাজ করছে না। কুলারের চেয়ে এসির দাম একটু বেশি। কিন্তু তাপ থেকে বাঁচতে পারফেক্ট উপায় এসি। ব্যয়বহুল হওয়ার পাশাপাশি এসিতে বিদ্যুৎ বিলও বেশি আসে।
বাজারে স্প্লিট এসির চেয়ে কম দামে উইন্ডো এসি পাওয়া যায়। তাই অনেকেই উইন্ডো এসি লাগাতে পছন্দ করেন। ঘরে সহজেই উইন্ডো এসি লাগানো যায়। স্প্লিট এসির তুলনায় উইন্ডো এসি বেশি ঠাণ্ডা বাতাস সরবরাহ করে।
আরও পড়ুন : < Smart Riding Suitcase: মুহূর্তে স্কুটারে পরিণত হবে আপনার এই স্যুটকেস, এখন ঘুরতে যাওয়ার আনন্দ হবে দ্বিগুণ >
স্প্লিট এসির বিদ্যুৎ খরচ-
আপনার বাড়িতে যদি ১.৫ টনের উইন্ডো এসি থাকে। আর সারা রাত মানে ৮-১০ ঘন্টা সেই এসি চালালে ২০০ ইউনিটের কাছাকাছি বিদ্যুৎ খরচ হতে পারে। অন্যদিকে আপনার বাড়িতে যদি ৩স্টার স্প্লিট এসি থাকে তাহলে সেই এসি ঘন্টায় ১.১০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। সেই হিসাবে আপনি সারারাত যত ঘন্টা এসি চালাবেন তত বিদ্যুৎ বিল উঠবে। অপর দিকে আপনার বাড়িতে যদি একটি ৫স্টার স্প্লিট এসি থাকে তাহলে আপনার প্রতি ঘন্টায় বিদ্যুৎ বিল আসবে ০.৮ কিলোওয়াট। মানে আপনি ১০ ঘন্টা এসি চালালে আপনার ৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।