/indian-express-bangla/media/media_files/2025/02/18/kezhmzoxUVQZqaPxDwm4.jpg)
গরম পড়ার আগে নিজের পরিষ্কার করুন ঘরের AC, লোক ডেকে টাকা খরচের দরকার নেই Photograph: (ফাইল ছবি)
AC Cleaning Tips and Tricks at Home: শীতকাল প্রায় বিদায় নেওয়ার মুখে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে যেন নাভিশ্বাস উঠছে। একটানা অনেকদিন এসি না চালানোয় মেশিনে ধুলো জমে। তাই গ্রীষ্মে এসি মেশিন চালানোর আগে তা ভালো করে পরিষ্কারের প্রয়োজন। এর জন্য রইল সহজ কিছু টিপস।
মাসের পর মাস বন্ধ থাকার কারণে, এসির ফ্যান এবং কয়েলে ধুলো-ময়লা জমে যেতে পারে। যদি সঠিক ভাবে পরিষ্কার না করে এসি চালানো হয়, তাহলে কেবল এসি মেশিনের যন্ত্রপাতি ক্ষতি হতে পারে তাই নয় আপনার স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, এসি মেশিন যথাযথভাবে পরিষ্কার না করে ব্যবহারে বাড়বে বিদ্যুৎ খরচ।
আজকাল বেশিরভাগেরই বাড়িতে স্প্লিট এসি মেশিন (Split AC Machine) ব্যবহার হয়। একটানা অনেকদিন এসি (AIr Conditioner) না চালানোয় মেশিনে ধুলো জমে। তাই গরমে এসি মেশিন চালানোর আগে পরিষ্কারের (AC Cleaning) প্রয়োজন। এর জন্য রইল সহজ কিছু টিপস।
মরশুমে প্রথমবারের মতো এসি চালানোর আগে এসি সার্ভিসিং করিয়ে নিন। এর ফলে আপনার এসির লাইফ বাড়বে, পাশাপাশি বিদ্যুৎ বিলের খরচও কমবে। সার্ভিসিং না করে এসি চালালে ঠান্ডা করার জন্য এসি মেশিনকে বেশি পরিশ্রম করতে হবে। ফলে বেশি বিদ্যুৎ খরচ হবে। আপনার পকেটে বাড়তি বোঝা পড়বে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসি চালানোর আগে কয়েল এবং প্ল্যাগ পয়েন্টগুলি চেক করে নিন নাহলে আগুন লাগা বা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটাতে পারে।
এসি সার্ভিস করানো যতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে এসির গ্যাস পরীক্ষা করাও ততটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি চেক না করেই এসি চালু করেন, তাহলে কুলিংয়ের উপর বিরাট প্রভাব পড়বে। কম্প্রেসারের উপর চাপও বাড়বে।
এসির এয়ার ফিল্টারে ময়লা জমে। যদি পরিষ্কার না করে এটি চালু করা হয়, তাহলে ঘরে নোংরা বাতাস ছড়িয়ে পড়বে এবং এসির শীতলতাও প্রভাবিত হবে। এসির ফিল্টারটি খুলে ভালো করে পরিষ্কার করুন। প্রয়োজনে হালকা ভেজা কাপড় দিয়েও পরিষ্কার করতে পারেন।
বাইরের ইউনিট পরিষ্কার করা অপরিহার্য
যদি আপনার এসি স্প্লিট ইউনিট হয়, তাহলে এর বাইরের অংশ (আউটডোর ইউনিট)ও পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে এতে ধুলো জমে। পরিষ্কার না করে চালু করলে ঠান্ডা হওয়ার সমস্যা হতে পারে। ফ্যান এবং ইউনিটের চারপাশে জমে থাকা ধুলো ভালোভাবে মুছে ফেলুন।
সবসময় বাড়িতে লোক ডেকে এসি মেশিন পরিষ্কার করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিজেকেই হাত লাগাতে হবে। বাড়িতে নিজেই কীভাবে স্প্লিট এসি পরিষ্কার করবেন?
এসি পরিষ্কার করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে এয়ার কন্ডিশন পরিষ্কার না করলে মেশিনের উপর চাপ পড়ে। সহজে ঘর ঠান্ডা হতে চায় না। এমনকী এসি খারাপও হয়ে যেতে পারে। অর্থাৎ কুলিং সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত ভাবে এসি মেশিন পরিষ্কার করা দরকার।
এসি পরিষ্কারের সময় কী কী করবেন?
সরঞ্জাম গুছিয়ে নিন- এসি পরিষ্কার করার আগে মেশিন বন্ধ করে সুইচ বোর্ড থেকে প্লাগ খুলে নেওয়া দরকার।
পরিষ্কার করার আগে হাতে গ্লাভস পরে নিন। সঙ্গে রাখুন নরম কাপড়। যদি এসি মেশন অনেক উঁচুতে লাগানো থাকে তাহলে মই প্রয়োজন।
ধাপে ধাপে পরিষ্কার করুন- প্রথমে এসি মেশিনের নেট ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে ঘষে সাবান জল দিয়ে পরিষ্কার রতে হবে।
এসি মেশিনের নেট পরিষ্কার- এসি মেশিনের নেট পরিষ্কার করাও খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি ব্লোয়ার বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ওই নেট অংশে ভ্যাকুয়াম ক্লিনার বা ব্লোয়ার চালিয়ে ধরে রাখলে হাওয়ার তীব্রতায় ধুলোময়লা বেরিয়ে যাবে।
সতর্কতা- পরিষ্কার করার সঙ্গে সঙ্গেই এসি মেশিন চালিয়ে দেখতে যাবেন না। অন্তত এক ঘণ্টা ভালভাবে মেশিন শুকিয়ে নিতে দিন। তারপর এসি চালিয়ে দেখুন সব ঠিক আছে কিনা।
এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করুন- এয়ার কন্ডিশনার মেশিন বাইরে থেকেও পরিষ্কার রাখা প্রয়োজন। তাই এসি মেশিনের বাইরের অংশেও ময়লা থাকলে তা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এসি মেশিনের বাইরের অংশের নোংরা পরিষ্কার করার জন্য হোয়াইট ভিনিগার ব্যবহার করতে পারেন।
একটি মগে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে হোয়াইট ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। তারপর ওই মিশ্রণ দিয়েই এসি মেশিনের বাইরের অংশ পরিষ্কার করে নিন।