করোনা ভাইরাসের মোকাবেলায় হোয়াটসঅ্যাপে ভারত সরকার একটি নতুন চ্যাটবোট চালু করেছে। চ্যাটবোটটিকে বলা হচ্ছে ‘মাইগভ করোনা হেল্পডেস্ক’। নতুন চ্যাটবোটটি কোভিড -১৯ সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর দেবে।
Advertisment
নতুন ‘মাইগভ করোনা হেল্পডেস্ক’ তৈরি করেছে জিও হ্যাপটিক টেকনোলজিস লিমিটেড। এখানে কথোপকথনের জন্য থাকছে এআই এর সুবিধে। পরিষেবাটি রিলায়েন্স জিও নেটওয়ার্ক মাধ্যমে কাজ করবে।
Advertisment
এই পরিষেবাটি ব্যবহার করতে, ৯০১৩১৫১৫১৫ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। এর পরে "মাইগভ করোনা হেল্পডেস্ক" (MyGov corona Help Desk) আপনার প্রশ্নের উত্তর দেবে। এই চ্যাটবোটের মূল উদ্দেশ্য হ'ল ভারতীয়দের কাছে অতিমারী সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহ করা। পাশাপাশি ভুঁয়ো খবর যাতে না ছড়িয়ে পরে, দেশের মানুষ যাতে সঠিক তথ্য পায় কোভিড -১৯ সম্পর্কে, তার জন্যই এই পদক্ষেপ।
মাই গভ করোনা হেল্পডেস্কটি বিনামূল্যে জিও হ্যাপটিক তৈরি করেছে। এখানে রিয়েল টাইম আপডেট পাবেন আপনি।