অতিমারীর আকার নিয়েছে করোনাভাইরাস। মারণ ভাইরাসের থাবায় আক্রান্ত বিশ্ব। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ক্রমশই লকডাউনের দিকে এগোচ্ছে ভারত। এহেন পরিস্থিতিতে করোনার সব খবর এবার হোয়াটসঅ্যাপে পেতে বিশেষ ব্যবস্থা করতে চলেছে হু (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)। করোনা সংক্রান্ত জনসাধারণের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিখরচায় পরিষেবাটি দেবে হু। ২৪ ঘন্টা অফিসিয়াল তথ্য দেওয়ার জন্য সবরকম প্রোগ্রামও ডিজাইন করা হয়েছে।
কীভাবে হোয়াটসঅ্যাপে কাজ করবে হু-এর অ্যালার্ট?
হোয়াটসঅ্যাপেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যালার্ট পেতে গেলে আগে সেভ করুন এই নাম্বারটি। এরপর এই নাম্বারটিতে একটি 'হাই' লিখে পাঠান। এরপর একটি প্রম্পট মেসেজ আসবে আসবে আপনার ফোনে। হোয়াটসঅ্যাপ এর আগে অ্যাপে একটি করোনভাইরাস তথ্য কেন্দ্র তৈরি করেছিল। এমনকী whatsapp.com/coronavirus এর একটি লিঙ্কে গিয়েও সাইন আপ করা যাচ্ছিল করোনার সব খবরের আপডেট পেতে।
বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা সেই ভেবেই এই পরিষেবাটি ঘোষণা করেন মার্ক জুকারবার্গ। একটি পোস্টে তিনি বলেন, "এত লোক এই পরিষেবা চেয়েছিল যে আমরা এটি ঘোষণা করার আগেই লোকেরা হোয়াটসঅ্যাপের পাশাপাশি এই লিঙ্কটিও ইতিমধ্যেই সাইন আপ করেছে।" কীভাবে করোনা থেকে বাঁচাবেন নিজেকে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত পরামর্শ দেওয়া হবে এখানে। জানা গিয়েছে প্রাথমিকভাবে পরিষেবাটি ইংরেজিতে চালু হলেও জাতিপুঞ্জের ছয়টি ভাষা- ইংরেজি, আরবি, চিনা, ফরাসী, রাশিয়ান এবং স্প্যানিশ-এও আগামী সপ্তাহের মধ্যে পাওয়া যাবে এই নোটিফিকেশন।
Read the story in English