আর দেরি নয়। এখনই এক ক্লিকেই ডাউন লোড করুন নিজের ভোটার আইডি কার্ড। আজই অনলাইনে আবেদন করুন।
২৪-এর লোকসভা ভোটের নির্ঘন্ট গতকাল ঘোষণা করেছে কমিশন। দেশজুড়ে মোট ৫৪৩টি লোকসভা আসনে ভোট হবে সাত দফায়। প্রথম দফার ভোট হবে ১৯ থেকে। যেখানে সপ্তম ও শেষ ধাপের ভোট হবে ১ জুন।
ভোটের আগে ভোটার আইডি কার্ড নিয়ে চিন্তিত! এখন চিন্তার দিন শেষ। এখন এক ক্লিকেই আপনি সহজেই ডাউনলোড করতে পারেন আপনার ভোটার আইডি কার্ড।
ডাউনলোড করতে হবে কিভাবে-
প্রথমে আপনাকে ভোটার সার্ভিস পোর্টালে যেতে হবে। এখানে যাওয়ার পর Signup অপশনে যান। এখানে আপনার বিবরণ পূরণ করার পর আপনাকে 'সাইন আপ' করতে হবে। এখানে আপনাকে পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর ওটিপিও দিতে হবে। এখানে আপনি 'ফর্ম ৬'ও দেখতে পাবেন। এখানেই আপনি সাধারণ ভোটার হিসেবে নতুন করে রেজিস্টার করতে পারেন। এখানেই আপনি 'E-EPIC ডাউনলোড' বিকল্পটিও দেখতে পাবেন। মনে রাখবেন যে আপনাকে EPIC নম্বরটি খুব ভেবেচিন্তে পূরণ করতে হবে।
সমস্ত বিবরণ পূরণ করার পরে আপনি OTP বিকল্পটি দেখতে পাবেন। OTP পূরণ করার পরে, 'Download E-EPIC'ও আপনার সামনে উপস্থিত হবে। আপনি এটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।