Advertisment

বিনামূল্যে কেমন করে ব্যবহার করবেন জিও ওয়াইফাই কলিং?

জিও ওয়াইফাই কলিং যেকোনো ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে। শুধু মাত্র জিও ফাইবারের সঙ্গে কাজ করবে এমনটা নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
reliance jio wifi calling

সম্প্রতি জিও ওয়াইফাই কলিং সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

ভারতীয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও জানিয়েছে জানুয়ারি মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে ইউজাররা ব্যবহার করতে পারবেন, জিও ওয়াইফাই কলিং। জিও কয়েক মাস ধরে দিল্লি এনসিআর সহ বিভিন্ন রাজ্য জুড়ে বেশ কয়েকটি ব্যবহারকারীর সঙ্গে ওয়াই-ফাই কলিং এর পরীক্ষামূলক সমীক্ষা চালিয়েছে। তাতে সফল হয়েছে। সম্প্রতি জিও ওয়াইফাই কলিং সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন: আপনি এয়ারটেল গ্রাহক, জেনে নিন কীভাবে ওয়াইফাই কলিং এর সুবিধা পাবেন?

এখন প্রশ্ন আপনি কেমন করে "Jio wifi calling" এর সুবিধা ভোগ করতে পারবেন?

প্রথমত, ফোনটির আপডেট বাকি থাকলে, সেটিংসে গিয়ে সটি সেরে ফেলুন। আপনি যদি জিও গ্রাহক হন এবং আপনার ফোনে যদি সোপার্ট করে তাহলে সেটিংসের কানেকটিভিটির জায়গায় দেখতে পাবেন 'wifi- calling' । সেটিকে অন করে নিন। এরপর সরাসরি কথা বলুন হোয়াটসঅ্যাপ মারফত। উল্লেখ্য, যেখানে ফোনের টাওয়ার পৌঁছায় না সেখানে পৌঁছে যাবে জিওর ওয়াইফাই পরিষেবা। এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে। জিও ওয়াইফাই কলিং মারফত ভিডিও কলিং করা যাবে।যারা আইফোন ব্যবহার করেন, তারা প্রথমে সেটিংসে যাবেন। ফোন অপশনে গিয়ে ওয়াইফাই কলিং অন করবেন।

আরও পড়ুন:ইডলি থেকে এগ রোল, ‘গগনযান’ যাত্রীদের জন্য তৈরি সুস্বাদু ভারতীয় খাবারের তালিকা

জিও ওয়াইফাই কলিং যেকোনো ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে। শুধু মাত্র জিও ফাইবারের সঙ্গে কাজ করবে এমনটা নয়। ওয়াই ফাই কলিং এর কল ব্রডব্যান্ড মারফত সম্ভব হবে। হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকলেও সম্ভব হবে কল। কলিং এর জন্য কোনো অতিরিক্ত দাম দিতে হবে না।

আরও পড়ুন: অ্যামাজন, ফ্লিপকার্টকে কোণঠাসা করতে প্রস্তুত রিলায়েন্স জিও!

জিও নম্বর ও স্মার্টফোন ইউজাররাই এই সুবিধা ভোগ করতে পারবেন। তবে এই মুহূর্তে ১৫৫ টি স্মার্টফোনে জিও ওয়াই ফাই কলিং সাপোর্ট করবে। তবে কী কী ফোন তা এখনও জানান হয়নি। শুধুমাত্র দেশের মধ্যে জিও ওয়াইফাই কলিং মারফত যে কোনো নম্বরে ফোন করতে পারবেন।

jio reliance jio
Advertisment