Advertisment

Air conditioner: গ্যাস লিকেজিংয়ে নিজেই সংকেত দেবে এসি, বুঝবেন কী করে?

সময়ে সার্ভিসিং না করালে অনেকেই এসির গ্যাস লিকেজিংয়ের সমস্যার পড়েন।

author-image
IE Bangla Tech Desk
New Update
How to Fix, Air Conditioner, Gas Leakage, Signal, technology, , bengali news, latest bengali news, latest news in bengali ,breaking news in bengali

বছরভর শীতলতা পেতে এসি মেশিন সময়ে সময়ে সার্ভিসিং করানোটা বিশেষ ভাবে জরুরি।

Air conditioner: অসহ্যকর গরম থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার কিংবা এসি মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরমের হাত থেকে রেহাই পেতে এসি বরাবরই সুপারহিট চয়েজ। দাবদাহের কালে এক ঝটকায় প্রাণভরা স্বস্তির ভরপুর স্বাদ এনে দেয় এসি মেশিন।

Advertisment

চলতি বছর গরমের রেকর্ড অতীতের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে। দিল্লির সহ ভারতের বেশিরভাগ স্থানে তীব্র তাপদাহ অব্যাহত। গরম থেকে বাঁচতে মানুষের এসি কেনার হিড়িক অনেকটাই বেড়ে গিয়েছে গত বছরের তুলনায়। এই গরমে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ বয়ে এনেছে। এসিতে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নির্ধারণ করা হয়। AC-তে তাপমাত্রার যত কম হবে, শীতলতা তত বেশি হবে। কিন্তু ঘর খুব তাড়াতাড়ি শীতল করতে চাইলে একদিকে তা যেমন এসির স্বাস্থ্যের পক্ষে খারাপ তেমনই এর ফলে অধিক বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।

বছরভর শীতলতা পেতে এসি মেশিন সময়ে সময়ে সার্ভিসিং করানোটা বিশেষ ভাবে জরুরি। সময়ে সার্ভিসিং না করালে অনেকেই এসির গ্যাস লিকেজিংয়ের সমস্যার পড়েন। যার ফলে ফের এসিতে গ্যাস রিফিলিং করতে হয় যা বেশ ব্যায়বহুলও বটে। তবে কতগুলি বিষয় সম্পর্কে আমরা যদি সচেতন হই তাহলে গ্যাস লিকেজিংয়ের আগেই কিছু সংকেত থেকে এসির এই সমস্যা ধরতে পারব এবং যথাযথ ব্যবস্থা নিতে পারব।

যদি আপনার এসি আগের মতো ঠান্ডা না হয় তবে এটি গ্যাস লিকের লক্ষণ হতে পারে। যখন গ্যাসের পরিমাণ হ্রাস পায়, তখন এসির শীতল করার ক্ষমতাও হ্রাস পায়। আর কয়েকদিন পর এয়ার কন্ডিশনার একেবারেই ঠান্ডা হয় না।

যদি আপনার এয়ার কন্ডিশনারে গ্যাস লিকেজ হয়, আপনার এয়ার কন্ডিশনার শুরু হওয়ার সময় একটি অদ্ভুত শব্দ করে।

এয়ার কন্ডিশনার থেকে এই ধরনের আওয়াজ আসা মানে হয় আপনার এয়ার কন্ডিশনারটির কম্প্রেসার খারাপ হয়ে যাচ্ছে বা আপনার এসি থেকে গ্যাস লিক হচ্ছে।

আপনি যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি অনুভব করেন, অবিলম্বে একজন পেশাদার টেকনিশিয়ানকে ফোন করে আপনার এসি চেক করান এবং প্রয়োজন অনুসারে এসিটি মেরামত করুন।

আরও পড়ুন : < Fingerprint Biometric Padlock: আঙুলের ইশারায় খুলুন বাড়ির তালা, নিরাপত্তার সঙ্গে আর কোন আপস নয়! >

এসি ইউনিটের কাছাকাছি কোনো ধরনের দুর্গন্ধ থাকলে তা গ্যাস লিকের লক্ষণ হতে পারে। রেফ্রিজারেন্ট গ্যাসের গন্ধ বেশ তীব্র এবং সহজেই শনাক্ত করা যায়। এছাড়াও, আপনি যদি কম্প্রেসার চালু করার শব্দ না শুনতে পান তবে বুঝবেন যে এয়ার কন্ডিশনারটিতে গ্যাস লিক হয়েছে।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment