New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/India-E-pass-759-2.jpg)
লকডাউনের চতুর্থ ধাপে রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবেন আপনি। অর্থনৈতিক দিক থেকে যে চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপ লঘু করতেই বেশ কিছু পরিষেবায় ছাড় ঘোষণা করেছে কেন্দ্র। জরুরি প্রয়োজন হলে মানুষ এখন নিজের শহরে যেতে পারবেন। কিন্তু রাজ্যের মধ্যেই যাতায়াত করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন ই-পাস।
Advertisment
ই পাস পেতে আপনাকে যেতে হবে রাজ্য সরকারের ওয়েবসাইটে। (http://serviceonline.gov.in/epass/)। এখানে ই পাসের জন্য ই পাসের আবেদন করতে পারবেন আপনি।
পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করতে হলে https://coronapass.kolkatapolice.org/ ওয়েবসাইটে যান। ওয়েবাসাইট খোলার পর লগ ইন করুন। এরপর অনলাইন অ্যাপলিকেশন ফর্ম ভর্তি করুন। যেখানে একটি QR কোড পাবেন আপনার ফোনে আসা নম্বরে ও মেইলে। যাত্রা করার সময় এটিকে সঙ্গে রাখতে হবে।
Advertisment
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us