ফুল চার্জ করার পরও ফোনের ব্যাটারি ফুরিয়ে যায় মাত্র কয়েক ঘণ্টায়? আজ থেকেই বন্ধ করুন এই কাজগুলি। আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে মুহূর্তেই।
স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের সমস্যায় ভোগেন এমন মানুষের সংখ্যা নেহাতই কম নয়। স্মার্টফোনের ব্যাটারি যদি বেশিক্ষণ না চলে তাহলে আজ থেকে বন্ধ করুন এই কাজগুলি। আর মেনে চলুন নিচের দেওয়া কিছু টিপস।
কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে স্মার্টফোনের ব্যাটারি? বারবার আপনার ফোন চার্জিংয়ে রাখতে হচ্ছে? এমনটা যেন না হয় তার জন্য থাকছে কিছু সহজ টিপস।
স্ক্রিন ব্রাইটনেস কমান- স্ক্রিনের ব্রাইটনেস বেশি থাকলে ব্যাটারি বেশিক্ষণ থাকবে না। খুব কম সময়েই চার্জ শেষ হয়ে যাবে। ব্যাটারি সাশ্রয় করতে স্ক্রিন ব্রাইটনেশ কমিয়ে স্মার্টফোন ব্যবহার করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন- আপনি সেগুলি ব্যবহার না করলেও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেটিংসে গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন। এক্ষেত্রে 'ফোর্স স্টপ' ব্যবহার করুন।
লোকেশন এবং ব্লুটুথ বন্ধ করুন- আপনি যখন লোকেশন এবং ব্লুটুথ ব্যবহার করছেন না তখন তা বন্ধ রাখুন।
Wi-Fi এবং ডেটা বন্ধ করুন- আপনি যখন Wi-Fi এবং ডেটা ব্যবহার করছেন না তখন তা বন্ধ করুন৷ তা নাহলে দ্রুত আপনার ফোনের ব্যাটারি ফুরিয়ে যেতে পারে।
পুরানো চার্জার ব্যবহার করবেন না- পুরানো চার্জারগুলি কম কার্যকরী এবং ব্যাটারি ধীরে ধীরে চার্জ করে। সবসময় ভালো মানের চার্জার ব্যবহার করুন।
আপনার ফোন আপডেট রাখুন- সর্বদা আপনার ফোনকে সর্বশেষ সফ্টওয়্যার আপডেট করুন।
ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন- ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন।
ফোন ঠান্ডা রাখুন-তাপ ব্যাটারির জন্য ক্ষতিকর। সরাসরি সূর্যের আলো বা গরম জায়গায় ফোন রাখবেন না।
আপনার ফোনের ব্যাটারি পুরানো হলে, এটি বদলে নিন। ফোনের দোকান থেকে আসল ব্যাটারি কিনুন।