How to invest in Mutual Funds?
এবার থেকে পেটিএমের মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তার জন্য ব্যবহার করুন পেটিএম মানি অ্যাপ এবং ওয়েবসাইট। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন। তবে, এখানে রেজিস্ট্রেশন এবং KYC প্রসেস কোনো কাগজ কলমের মাধ্যমে হবে না।
Just finished submitting my details on @PaytmMoney
A bit disappointed after being registered for early access still on waiting list. Nevertheless, glad that paytm is bringing mutual funds to different income group people. Free a/c opening as well & much more @Paytm @vijayshekhar pic.twitter.com/sa6fOONtOS— Shubham Thakur (@bisht12shubham) September 5, 2018
Setting up your account
১) প্রথমে লগ অন করতে হবে পেটিএম মানি ওয়েবসাইটে গিয়ে। এছাড়া পেটিএম মানি অ্যাপ ডাউনলোড করে তাতেও লগ ইন করতে পারেন।
২) এইখানে লগ ইন করতে গেলে আপনার ফোন নম্বর এবং ইমেলের তথ্য নথিভুক্ত করতে হবে।
৩) ক্লিক করুন ‘Apply for Access’।
৪) যদি লগ ইনের পর আপনাকে ওয়েট লিস্টে দেখায়, তাহলে ঘাবড়াবেন না। কারণ আপনার আগে যারা রেজিস্টার করেছে তাদের নথিভুক্ত করা তথ্য চেক হচ্ছে।
৫) কিন্তু আপনি যদি চান সমস্ত প্রক্রিয়া চটজলদি করতে তাহলে আপনাকে ক্লিক করতে হবে ‘I Want Faster Access’ অপশনে।
Paytm Money Offers Only Direct Plans of Mutual Funds at Zero Fee & Transaction Charges. So What are you Waiting for? Start Investing Today! #MutualFundsSahiHai pic.twitter.com/UUlwpTXnDd
— Paytm Money (@PaytmMoney) September 7, 2018
With Paytm going the direct way everyone in MF industry is forced to offer direct Mutual funds. Which means MF is just a feature in a broader offering of services - some which will make money.
— Dinesh Vernekar (@VernekarD) September 3, 2018
Complete the KYC process
১) KYC পূর্ণ করার জন্য আপনাকে প্যান কার্ড নম্বর নথিভুক্ত করতে হবে। এছাড়া আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা প্রমাণ, FATCA ডিক্ল্যারেশেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ ইত্যাদি পূরণ করতে হবে।
২) অ্যাপটির মাধ্যমে স্মার্টফোন স্ক্রিনে স্বাক্ষর করে অথবা আপনার স্বাক্ষরের ছবি আপলোড করে আপনার ডিজিটাল স্বাক্ষরটি আপলোড করতে হবে।
৩) আপলোড করুন নিজের ছবি।
৪) KYC প্রক্রিয়ার হিসাবে, ৫ সেকেন্ডের মধ্যে যাচাই করে নেবে।
সমস্ত প্রক্রিয়া শেষ হলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন আপনি।
কেমন করে আপনার মিউচিয়াল ফান্ডে টাকা ট্রান্সফার করবেন ।
@Paytm @PaytmMoney @vijaysh #Miracle OMG !!! What a app for Mutual Funds !!!!! Jiyoooooo pic.twitter.com/arNJuCp4Zn
— Nirmal Singh (Anmol) (@nirmalsanmol) September 5, 2018
Investing in Mutual Fund
১) পেটিএম আপনাকে সুবিধামত টাকা বিনিয়োগ করার একটি তালিকার মাধ্যমে পরামর্শ দেবে।
২) সিলেক্ট করুন আপনার ইনভেস্টমেন্ট মোড। তারপরই আপনাকে টাকা বিনিয়োগ করার দিনক্ষণ সহ ইতিবৃত্ত জানিয়ে দেবে ওই অ্যাপ।
৩) ট্রানজাকশনের জন্য ক্লিক করুন ‘Proceed to Payment’ অপশনে। ট্রানজাকশন হয়ে গেলে তার নটিফিকেশন দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনেই।