Advertisment

Electric Scooters Battey: তুমুল বিস্ফোরণের হাত থেকে সহজেই মিলবে রেহাই, ব্যাটারি স্কুটারের প্রতি একটু যত্নশীল হোন

বিস্ফোরণ থেকে আপনার স্কুটারটিকে বাঁচাতে মেনে চলুন কতগুলি সহজ পদ্ধতি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric Scooter's Battey care tips, Electric Scooter's Battey care tips in bangla, Electric Scooter's Battey care tips in bengali, Electric Scooter's Battey care tips and tricks, Electric Scooter's Battey care tips and tricks in bangla, Electric Scooter's Battey care latest tips, Electric Scooter's Battey care new tips, tech tips, tech tips and tricks, tech tips and tricks in bangla,

বিস্ফোরণ থেকে আপনার স্কুটারটিকে বাঁচাতে মেনে চলুন কতগুলি সহজ পদ্ধতি

Electric Scooters Battey blast: রোজই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। মানুষ তাই বেশি করে ব্যাটারি চালিত স্কুটারের দিকে বেশি করে ঝুঁকছে। এই ধরণের স্কুটারে পেট্রোল ভরার কোন প্রয়োজন হয়না। একবার চার্জ করলেই অনায়াসেই ১০ থেকে ১২ ঘণ্টা চলে এই ই স্কুটারগুলি। এদিকে মানুষের চাহিদার কথা মাথায় রেখে একের পর সংস্থা বাজারে নিয়ে আসছে ই-স্কুটার। এই ধরণের স্কুটার দামেও কিছুটা সস্তা।

Advertisment

সম্প্রতি একাধিক সংস্থা এসেছে ব্যাটারি চালিত স্কুটার আর তা লঞ্চ করার সঙ্গে সঙ্গেই রেকর্ড বিক্রি হয়েছে। কিন্তু সম্প্রতি ভারতে পরপর ঘটে চলা ইলেকট্রিক স্কুটারে মর্মান্তিক অগ্নিকাণ্ডের কথা প্রকাশ্যে আসতেই বৈদ্যুতিক টু-হুইলার ব্যবহারকারীদের মনে আশঙ্কা দানা বাঁধছে। সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা রাস্তায় চলতে চলতে ব্যাটারি চালিত স্কুটারে আগুন ধরে গেছে। কোন কোন ক্ষেত্রে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন স্কুটারের চালক।

অনেক সময় আগুনে গুরুতর জখমও হয়েছেন অনেকেই। বাড়ির ভিতরে একটি চার্জিংয়ের সময় ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণের প্রসঙ্গ সামনে এসেছে আজ আগ্রায়। কিন্তু প্রশ্ন হল এত টাকা খরচ করে কেউ যখন কোন প্রোডাক্ট কিনবেন তার গুণমানের সঙ্গে কেন আপোস করবেন?

কেন সংস্থাগুলি এই ব্যাপারে উদাসীন হবে? ব্যাটারি চালিত স্কুটারের ক্ষেত্রে প্রধানত যে সমস্যা দেখা যায় তা হল আগুন লাগার মত ঘটনা। কিন্তু আপনি কি জানেন কেন ই-স্কুটারে আগুন লাগে?  মূলত ই স্কুটার গুলিতে ব্যবহার করা হয়, লিথিয়াম-আয়ন ব্যাটারির। এখন প্রশ্ন বর্তমানের বৈদ্যুতিক স্কুটারগুলিতে কি আদৌ উৎপাদিত তাপের নির্বাপণের উপযুক্ত ব্যবস্থা রয়েছে? লিথিয়াম-আয়ন ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হোক না কেন, যদি তারা অনুপযুক্তভাবে তৈরি বা ক্ষতিগ্রস্ত হয়, বা ব্যাটারি পরিচালনা করে এমন সফ্টওয়্যারটি সঠিকভাবে ডিজাইন করা না হলে আগুন ধরে যেতে পারে।

আরও পড়ুন- Cyclone Remal News: আয়লা, আমফান, ইয়াস আর এবার রেমাল, বার বার কেন মে মাসেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে?

ই-স্কুটারের ব্যাটারিতে আগুন লাগছে কেন?

একাধিক সংস্থা তাদের ইভিতে আগুন লাগার আসল কারণ জানতে তদন্ত করছে৷ ওকিনাওয়া বলেছে যে, "গাড়ির চার্জে অবহেলার কারণে" শর্ট সার্কিটের কারণে ওই স্কুটারে আগুন লাগার ঘটনা ঘটছে। এই উদাহরণগুলি লি-আয়ন ব্যাটারি ত্রুটিগুলিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন ত্রুটি, বা বিএমএসে ত্রুটির মতো বেশ কয়েকটি কারণের ফলে এই ব্যাটারিগুলি থেকে আগুন লাগার ঝুঁকি বাড়ছে।

অনেক বিশেষজ্ঞের মতে "যদিও লি-আয়ন ব্যাটারি সাধারণত উষ্ণ তাপমাত্রায় আরও ভাল কাজ করে, অত্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে ব্যাটারি মধ্যেকার তাপমাত্রা অনেক ক্ষেত্রে ৯০ থেকে ১০০ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, যা তখনই তাতে আগুন ধরে যেতে পারে।

অনেক ক্ষেত্রে শর্ট সার্কিটের কারণেও আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক কালে ই স্কুটার গুলিতে আগুন লাগার ঘটনার প্রতিক্রিয়ায়, একটি মিডিয়া সাক্ষাত্কারে, Ather Energy-এর প্রতিষ্ঠাতা তরুণ মেহতা বলেছেন, 'নির্মাতারা পণ্য ডিজাইন করতে যথেষ্ট সময় দিচ্ছেন না এবং সেই সঙ্গে পণ্যের গুণমানের সঙ্গে অনেক ক্ষেত্রেই আপোস করা হচ্ছে'। ভারতে এমন অনেক কোম্পানি রয়েছে যারা দ্রুত ইলেকট্রিক স্কুটার আনার জন্য নিম্ন মানের ব্যাটারি ও সরঞ্জাম ব্যবহার করেছে। যার ফলে সেই স্কুটারগুলিতে আগুন লাগার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিস্ফোরণ থেকে আপনার স্কুটারটিকে বাঁচাতে মেনে চলুন কতগুলি সহজ পদ্ধতি

- আসল চার্জার ব্যবহার করুন।

- দীর্ঘ সময় চার্জে বসিয়ে রাখবেন না।

- ব্যাটারির সুইচ বন্ধ করুন।

- মাঝে মধ্যে ব্যাটারি চেক করিয়ে নিন।

- ঘন ঘন স্কুটারে চার্জ করবেন না।

- অপটিমাল চার্জিং নীতি মেনে চলুন।

E Scooter
Advertisment