Advertisment

হাতে মাত্র দু-দিন, চটজলদি ঘরে বসেই লিঙ্ক করে ফেলুন আধার-প্যান

Pan Card-Aadhar Card Link Last Date: আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অুযায়ী (incometaxindia.gov.in ), একাধিক উপায়ে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা সম্ভব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ দিন ৩১ মার্চ। এ কথা ফের মনে করিয়ে দিল আয়কর বিভাগ। কর জমা দিতে আধার প্যান লিঙ্ক যে খুবই প্রয়োজনীয়, সে কথা গত কয়েক সপ্তাহ ধরে জনস্বার্থে ঘোষণা করে চলেছে আয়কর বিভাগ।

Advertisment

আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অুযায়ী (incometaxindia.gov.in ), একাধিক উপায়ে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা সম্ভব। কী কী উপায়ে এই কাজটি সম্পন্ন করা যাবে, সেই তালিকাও করে রেখেছে আয়কর বিভাগ। এসএমএস পরিষেবা, ই-ফাইলিং ইনকামট্যাক্স পোর্টাল এবং আইটিআর-এর মাধ্যমে লিঙ্কিং করা যাবে।

Pan Card-Aadhaar Card Link Last Date:

How to link PAN with Aadhaar for filing of income tax return online

ঘরে বসেই ইনকামট্যাক্স ই ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর “link Aadhaar”-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথা স্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতিও। তারপর ক্লিক করুন 'লিঙ্ক আধার'-এ ।

publive-image

Income tax return (ITR)

আয়কর রিটার্ন (আইটিআর) অনলাইনে (ই-ফাইলিং) জমা দেওয়ার সময়ও প্যানের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার অনুরোধ জমা দিতে পারেন। আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, ই-ফাইলিংয়ের লিঙ্কটি NSDL (tin-nsdl.com)UTIITSL (utiitsl.com) আয়করের ই-ফাইলিং পোর্টালের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Link Aadhaar to PAN card via SMS

UIDPAN লিখে তারপর স্পেস দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর তারপর আবার স্পেস দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে পাঠিয়ে দিন ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে। এ ক্ষেত্রেও সংযুক্তিকরণ সম্পন্ন হবে সহজেই।

UIDPAN<12-digit Aadhaar><10-digit PAN>

উদাহরণ হিসাবে UIDPAN 444555666777 BBBCA3333J

 Read the full story in English

Aadhaar Card
Advertisment