Air conditioner: প্রচণ্ড দাবদাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এই মুহূর্তে বর্ষার কোন লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা। পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মানুষের একমাত্র ভরসা এসি। আপনিও যদি এই গরমে বাড়িতে এসি লাগিয়ে থাকেন আপনি যদি তাহলে জেনে নিন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাতে এসি থাকবে চাঙ্গা। আর আপনার ঘর থাকবে একেবারে সুপার কুল।
গ্রীষ্মের মৌসুমে এয়ার কন্ডিশনার কতটা তৃপ্তি দেয় তা সকলেরই জানা। আপনি যদি আপনার বাড়িতে একটি নতুন এসি লাগিয়ে থাকেন তাহলে এসির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এসির আরও ভালো পারফরম্যান্স বজায় রাখার জন্য, এর রক্ষণাবেক্ষণের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অসাবধান হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আসুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং পদ্ধতি নিয়ে আলোচনা করি যাতে এসির ঠান্ডা বহায় থাকে বছর ভর।
-নিয়মিত এসি ইউনিট পরিষ্কার করুন। এটিকে ধুলো-বালি থেকে রক্ষা করুন। অনেক সময় ময়লা জমার কারণে পর্যাপ্ত শীতল বাতাস প্রবাহে বাধা পায়।
-আপনি যে কোন ব্র্যান্ডের এসি কিনুন না কেন কোম্পানির পরামর্শ অনুযায়ী এয়ার ফিল্টার পরিষ্কার করুন বা প্রয়োজনে বদলে ফেলুন এয়ারম ফিল্টার পরিষ্কার না থাকলে শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে এবং এসির শীতল করার ক্ষমতা কমিয়ে দিতে পারে। পরিষ্কার ফিল্টার ভাল অভ্যন্তরীণ বায়ু মান বজায় রাখতে সাহায্য করে।
আরও পড়ুন : < Causes of AC Catch Fire: গরমে একটানা এসি চালাচ্ছেন? এখুনি সাবধান হোন! মুহূর্তেই ঘটে যেতে পারে বিরাট বিপদ >
-আপনার AC মেশিনটি যদি সেভাবে ঘর ঠাণ্ডা করতে না পারে তাহলে রেফ্রিজারেন্ট লিক হয়েছে কিনা তা পরীক্ষা করুন। যদি লিকেজ ধরা পড়ে সমস্যাটি সমাধানের জন্য একজন পেশাদার মেকানিকের পরামর্শ নিন।
-আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে এসি ইউনিটে সঠিক বায়ুচলাচল করতে পারে। এসি মেশিনের পাশে কোন রকমের আসবাবপত্র রাখবেন না। ইউনিটের চারপাশে ভাল বায়ুপ্রবাহ সর্বোত্তম শীতলতা প্রদান করতে পারে।
-বছরে অন্তত একবার একজন পেশাদার এসি টেকনিশিয়ানকে ডেকে এসি সার্ভিসিং করিয়ে নিন। এছাড়া ভিতরের অংশগুলোও পরিষ্কার করুন। ওয়্যারিং এবং কর্মক্ষমতা নিশ্চিত করুন।
-এসির তাপমাত্রা সব সময় ২৪ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে সেট করুন। এসি এনার্জি সেভিং মোড থাকলে অবশ্যই ব্যবহার করুন। তাপমাত্রার অত্যধিক ওঠানামা এড়িয়ে চলুন।