New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/images-5.jpg)
কোন একটি চ্যাট অথবা গ্রুপ চ্যাটকে আপনি এখন সহজেই মিউট করতে পারবেন।
কোন একটি চ্যাট অথবা গ্রুপ চ্যাটকে আপনি এখন সহজেই মিউট করতে পারবেন। জেনে নিন পদ্ধতি
কোন একটি চ্যাট অথবা গ্রুপ চ্যাটকে আপনি এখন সহজেই মিউট করতে পারবেন।
মেসেজিং অ্যাপের মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে ২৪X৭ যুক্ত থাকতে পারি। তা সেই অফিস কলিগ হোক অথবা বন্ধুবাধব এমনকি আত্মীয় স্বজন। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপগুলি একে অপরের থেকে হাজার মাইল দূরে বসে থাকা সত্ত্বেও কার্যত আমাদের কাছাকাছি নিয়ে এসেছে। এটি যে কোনও উৎসব-অনুষ্ঠান বা প্রতিদিনের কথোপকথনই হোক না কেন, চ্যাট অ্যাপগুলি আমাদের এমন মনে এমন অনুভূতি আনে মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা একটি ঘরে বন্ধু বা পরিবারের সঙ্গে পাশাপাশি বসে কথা বলছি। এই অ্যাপগুলো আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িত তা ইন্সটাগ্রাম বা ফেসবুক অথবা টেলিগ্রাম বিভ্রাটের পরই আমরা বুঝতে পারি। এই মেসেজিং অ্যাপগুলি ছাড়া আজ আমাদের জীবন কার্যত অচল। তবে অনেক সময় কোন জরুরী কাজে থাকা কালীন সময়ে অনেক্ষেত্রে মেসেজ আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এখন এই সমস্যা থেকে সহজেই মুক্তি পান। কোন একটি চ্যাট অথবা গ্রুপ চ্যাটকে আপনি এখন সহজেই মিউট করতে পারবেন। জেনে নিন কীভাবে করবেন এই কাজ!
কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট মিউট করবেন?
সেই চ্যাটে যান, যেটি আপনি মিউট করতে চাইছেন।
সেই চ্যাট প্রোফাইল আইকনে লং প্রেস করুন।
আপনি ওপরের দিকে একটি মিউট আইকন দেখতে পাবেন।
এটির ওপর আলতো প্রেস করুন। আপনাকে তিনটি বিকল্প দেখাবে। ৮ ঘন্টা, ১ সপ্তাহ অথবা সর্বদা।
আপনি আপনার পছন্দ অনুসারে সময় বেছে নিন।
এর পর Done বাটনে ক্লিক করুন।
কিভাবে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করবেন?
মেসেঞ্জার খুলুন এবং আপনি যে চ্যাট মিউট করতে চাইছেন সেটির ওপর ট্যাপ করুন।
আপনাকে তিনটি অপশন দেখাবে- মিউট মেসেজ নোটিফিকেশন, মিউট কল নোটিফিকেশন, মিউট মেসেজ এবং কল নোটিফিকেশন।
আপনি আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন।
এরপর আলতো চাপুন এবং শেষে Done বাটনে ক্লিক করুন।
কীভাবে টেলিগ্রামে চ্যাট মিউট করবেন?
টেলিগ্রাম খুলুন এবং আপনি যে চ্যাটটি মিউট করতে চান সেটি দীর্ঘক্ষণ টিপুন।
আপনি ওপরের দিকে একটি মিউট অপশন দেখতে পাবেন।
আপনার কাছে অপশন আসবে, ১ ঘন্টা, ৮ ঘন্টা অথবা ২ দিন।
পছনের বিকল্পে ক্লিক করে Done বাটনে ক্লিক করুন।