Advertisment

Electric scooter care in rain: অঝোরে বৃষ্টিতেও 'চাঙ্গা' থাকবে আপনার ইভি, মেনে চলুন এই 'গুরুত্বপূর্ণ' টিপস

Electric scooter care in rain: বর্তমানে দেশের অধিকাংশ স্থানে প্রবল বৃষ্টিপাত অব্যাহত, যার জেরে সমস্যায় পড়েছেন মানুষ। কাজের জন্য বাড়ি থেকে বের হওয়া রীতিমত বর্ষায় কঠিন হয়ে পড়ে। বৃষ্টির কারণে যানবাহনেও নানান প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। এখন বৈদ্যুতিক গাড়ির যুগ, তাই বৃষ্টিতে আপনার ইভির অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Electric scooter care in rain:

অঝোরে বৃষ্টিতেও 'চাঙ্গা' থাকবে আপনার ইভি, মেনে চলুন এই 'গুরুত্বপূর্ণ' টিপস

Electric scooter care in rain: অঝোরে বৃষ্টিতেও নষ্ট হবে না ইলেকট্রিক স্কুটার। মেনে চলুন ৫টি গুরুত্বপূর্ণ টিপস

Advertisment


বর্তমানে দেশের অধিকাংশ স্থানে প্রবল বৃষ্টিপাত অব্যাহত, যার জেরে সমস্যায় পড়েছেন মানুষ। কাজের জন্য বাড়ি থেকে বের হওয়া রীতিমত বর্ষায় কঠিন হয়ে পড়ে। বৃষ্টির কারণে যানবাহনেও নানান প্রযুক্তিগত সমস্যা দেখা দিচ্ছে। এখন বৈদ্যুতিক গাড়ির যুগ, তাই বৃষ্টিতে আপনার ইভির অতিরিক্ত যত্ন নেওয়া জরুরি। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কীভাবে আপনি বৃষ্টিতে আপনার ইলেকট্রিক স্কুটারের যত্ন নিতে পারেন, আপনার সাধের ইভিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারেন।

নামমাত্র খরচ! ডিজাইন-মাইলেজে জোর 'টেক্কা', বাজার কাঁপাচ্ছে এই ই-রিকশা

বৃষ্টিতে বৈদ্যুতিক গাড়ি পার্ক করবেন না
বর্ষাকালে ইলেকট্রিক স্কুটার পার্কিং এড়িয়ে চলতে হবে। জায়গার সমস্যা হলে, ইভিটিকে জলপ্রতিরোধী কভার বা আশ্রয়ের নীচে পার্ক করুন। আসলে, যদি একটি ইলেকট্রিক স্কুটার দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজলে তবে অনেক অংশে মরচে পড়ার ঝুঁকি থাকে। 

জল জমা রাস্তা এড়িয়ে চলুন  
অতিরিক্ত জল জমে রয়েছে এমন রাস্তা এড়িয়ে চলুন। কারণ বেশি জলে ইলেকট্রিক স্কুটারের ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এমন অবস্থায় আগুন লাগার আশঙ্কাও বেড়ে যায় এবং যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে।

টায়ার এবং ব্রেক পরীক্ষা করুন
স্কুটারের উভয় টায়ার চেক করুন... গ্রিপ জীর্ণ হয়ে গেলে বা টায়ার দুর্বল হয়ে গেলে নতুন টায়ার লাগান। কারণ খারাপ টায়ারের গ্রিপ আপনার ক্ষতি করতে পারে এবং পিছলে যাওয়ার ভয় থাকে। এছাড়াও, স্কুটারের ব্রেক সিস্টেম পরীক্ষা করুন এবং যদি কিছু সমস্যা থাকে তবে তা সারিয়ে নিন। 

পরিচ্ছন্নতা প্রয়োজন
যদিও স্কুটার প্রতিদিন পরিষ্কার করা প্রয়োজন, তবে বর্ষাকালে নিয়ম করে প্রতিদিন ইভিকে পরিষ্কার করা উচিত ব্রেক এবং বৈদ্যুতিক কানেকশনগুলির জায়গা শুকনো কাপড় দিয়ে মুছুন।  

চার্জার নিরাপদ রাখুন
সর্বদা ইলেকট্রিক স্কুটার চার্জারটি নিরাপদে রাখুন এবং এটি পরিষ্কার করুন। জল বা আর্দ্রতা যাতে প্রবেশ না করে সেদিকেও খেয়াল রাখুন। যদি খুব বেশি বৃষ্টি হয় তবে আপনার স্কুটার চার্জ করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তা থেকে শর্ট সার্কিট হতে পারে।

512GB-র বিরাট স্টোরেজের সঙ্গে রয়েছে 108MP ক্যামেরা! বিশেষ AI ফিচার্স সহ লঞ্চ Infinix Zero 40 5G

Electric scooter Electric Vehicle
Advertisment