Tips to reduce Electricity Bills: গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি মেলা ভার। AC এখনকার সময়ে আর বিলাসবহুল সামগ্রীর মধ্যে পড়ে না, বরং দিন-দিন এটি এখন যেন বেশ অপিরহার্য্য হয়ে উঠেছে। জ্বালাপোড়া-ভ্যাপসা গরমের থেকে মুক্তি পেতে মধ্যবিত্তদের একটা বড় অংশ এসির দোকানে ভিড় করছেন। তবে ঠিকঠাক উপায় না জেনে AC চালালে ইলেকট্রিকের বিলও বেশ বাড়ে। বিশেষ এই প্রতিবেদনে রাতে ও দুপুরে ১৩ ঘণ্টা AC চালিয়েও বিদ্যুতের বিল কীভাবে নাগালে রাখা যায় সেব্যাপারেই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য মিলবে।
১. সঠিক তাপমাত্রায় এসি সেট করুন
AC অন করার পর অন্তত মিনিট কুড়ি ১৬ ডিগ্রিতে কুইক কুল মোডে রাখুন। তারপর সেটিকে ২৪ ডিগ্রি তাপমাত্রায় সেট করুন। এই কাজটি করলে আপনার ইলেকট্রিক বিল বেশ কম আসবে। বিশেষজ্ঞরাও বলছেন, AC-র তাপমাত্রা ২৪ ডিগ্রি রাখা সবচেয়ে ভালো। এই তাপমাত্রা মানব শরীরের জন্য বেশ স্বস্তিদায়কও বটে।
২. AC অন করার আগে ঘরের দরজা-জানলা খুলে রাখুন
AC চালানোর কিছুক্ষণ আগে ঘরের দরজা-জানলা খুলে দিন। পারলে পাখাটাও চালিয়ে দিন। এতে ঘরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যাবে। মিনিট ১৫ পর AC চালান। তারপর দরজা-জানলা বন্ধ করে দিন। আধ ঘণ্টার মধ্যে ঘর ঠান্ডা হয়ে যাবে।
৩. সঠিক সময়ে AC-র সার্ভিসিং করান
আপনার সাধের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি সঠিক সময়ে সার্ভিসিং করাতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে AC চলতে থাকলে তার মধ্যে ময়লা জমতে থাকে। ধুলো-বালি থেকে তৈরি সেই ময়লার জেরে আপনার এসিটি বিকল হওয়ার সম্ভাবনাও থাকে। এসির ভেতরে বেশি পরিমাণে ময়লা জমে থাকলে ঘর ঠান্ডা হতে বেশি সময় নেয়। স্বাভাবিকভাবেই আপনাকে বেশিক্ষণ ধরে AC চালিয়ে রাখতে হয়। এতেই বেড়ে যায় বিদ্যুৎ বিল।