Reduce AC electricity Bill: এক ডিগ্রি তাপমাত্রা কমালে খরচ বাড়বে ১০ শতাংশ! কীভাবে ১০ ঘন্টা এসি চালিয়ে ইলেকট্রিক বিল থাকবে আয়ত্তে?

Reduce AC electricity Bill: এসি মেশিন যেমন একদিকে প্রখর তাপ থেকে মুক্তি দেয় তেমনই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল চিন্তা বাড়িয়ে তোলে। আজকের এই প্রতিবেদনে জানুন সারা দিনরাত এসি চালালেও কীভাবে বিদ্যুতের বিল আসবে নাম মাত্র?

Reduce AC electricity Bill: এসি মেশিন যেমন একদিকে প্রখর তাপ থেকে মুক্তি দেয় তেমনই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল চিন্তা বাড়িয়ে তোলে। আজকের এই প্রতিবেদনে জানুন সারা দিনরাত এসি চালালেও কীভাবে বিদ্যুতের বিল আসবে নাম মাত্র?

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Power Saver

এক ডিগ্রি তাপমাত্রা কমালে খরচ বাড়বে ১০ শতাংশ! কীভাবে ১০ ঘন্টা এসি চালিয়ে ইলেকট্রিক বিল থাকবে আয়ত্তে?

Reduce AC electricity Bill: প্রবল গরমে নাভিশ্বাস উঠছে আম-আদমির। অনেকেই গরম থেকে রেহাই পেতে বাড়িতে এসি চালাতে শুরু করে দিয়েছেন। গরমের দিনে একটু বেশি সময় এসি মেশিন চালালেই সাধারণ মানুষের মনে প্রথম যে প্রশ্নটি ঘুরপাক খায় তা হল কীভাবে গরমের দিনে বিদ্যুৎ বিল সাশ্রয় করবেন? 

Advertisment

অসহনীয় গরমের নাজেহাল পরিস্থিতি থেকে মুক্তি পেতে এসি মেশিনের জুড়ি নেই। শহর থেকে জেলা, সর্বত্র প্রবল গরমে বেড়ে গিয়েছে এয়ার কন্ডিশনার মেশিন কেনার হিড়িক। এয়ার কন্ডিশনার মেশিনটি আজ আর বাহুল্যতা নয়, এটি এখন যেন অপরিহার্য্য একটি সামগ্রী হয়ে উঠেছে। গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, তুমুলভাবে বেড়ে গিয়েছে এসি মেশিন কেনার হিড়িক। ইলেকট্রনিক্সের শোরুমগুলিতে এসি কিনতে উপচে পড়া ভিড় মানুষের। এসি কেনার পর সাধারণ ভাবে বিদ্যুৎ বিল আগের থেকে অনেকটাই বেশি আসে। এমন পরিস্থিতি আজকের এই প্রতিবেদনে জানুন গরমে ১০-১২ ঘন্টা এসি চালিয়েও কীভাবে সাশ্রয় করবেন বিদ্যুৎ বিল? 

বিদ্যুৎ বিলে প্রায় অর্ধেক! ইনভার্টার, নন-ইনভার্টার এসির কোনটিতে হবে বিরাট সাশ্রয়?

গ্রীষ্মের মরসুম আসার সাথে সাথে এয়ার কন্ডিশনার (এসি) এর ব্যবহার বৃদ্ধি পায়। এসি মেশিন যেমন একদিকে প্রখর তাপ থেকে মুক্তি দেয় তেমনই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল চিন্তা বাড়িয়ে তোলে। আজকের এই প্রতিবেদনে জানুন সারা দিনরাত এসি চালালেও কীভাবে বিদ্যুতের বিল আসবে নাম মাত্র? 

Advertisment

সঠিক তাপমাত্রায় এসি মেশিন সেট এবং নিয়মিত সার্ভিসিং 

গরমে এসি বিল এসি হ্রাস করার সব চেয়ে সহজ উপায় সঠিক তাপমাত্রায়  এসি সেট করা এবং এবং সময়ে সময়ে সার্ভিসিং করা। বিইয়ের মতে, এসি মেশিন চালানোর সময় 24- ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসি মেশিন সেট করা উচিত। তাতে বিদ্যুৎ বিল অনেকটা কম আসবে। পাশাপাশি নিয়মিত সার্ভিসিংয়ে বিদ্যুৎ খরচ হ্রাস করা সম্ভব।  সাধারণ ভাবে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এসি সেট রাখলে কম শক্তি খরচ হয়, ফলে অনেকটাই কম আসে বিদ্যুতের বিল। প্রতিবেদন অনুসারে, এসি -তে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম (24 থেকে 23 ডিগ্রি) বিদ্যুতের বিলে 10 শতাংশ বৃদ্ধি পেতে পারে।

সারা রাত এসি চালানোর পরিবর্তে  টাইমার এবং স্লিপ মোডের সাথে এসি ব্যবহার করুন। যার কারণে, ঘরের তাপমাত্রা যেমন নিয়ন্ত্রণে থাকে, তেমনই ফলে বিদ্যুতের খরচও হ্রাস করা হয়। পাওয়ার সেভার মোড,  স্লিপ মোড ব্যবহার করেও আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারেন। 

নিয়মিত সার্ভিসিং 
নোংরা ফিল্টার এবং ভেন্টের কারণে, এসিকে ঘর শীতল করার জন্য আরও পরিশ্রম করতে হয় । যার ফলে বাড়ে এসির বিদ্যুতের খরচ।  বিদ্যুতের খরচ হ্রাস করতে আপনার নিয়মিত সময়ে সময়ে আপনার এসি সার্ভিসিং করা দরকার। 

ফ্যান ব্যবহার করুন
পুরো ঘরটি ঠাণ্ডা রাখতে ঘরে ফ্যান ব্যবহার করুন। এর ফলে দ্রুত ঠান্ডা হাওয়া ঘরের কোণে কোণে ছড়িয়ে পড়বে। ফলে এসিটিকে কম পরিশ্রম করতে হবে। এর পাশাপাশি ঘরে বেশি আসবাব রাখবেন না। ঘরের দরজা-জানলা ভালভাবে বন্ধ করুন যাতে ঠান্ডা হাওয়া কোনভাবেই ঘরের বাইরে বেরোতে না পারে। 

 ২৯ মার্চ সূর্যগ্রহণে দু'বার সূর্যোদয়, ভারতের কখন-কোথায় কী ভাবে দেখা যাবে এই বিরল ঘটনা?

Air Conditioner