Advertisment

কিভাবে হোয়াটসঅ্যাপের ডেটা খরচ কমাবেন? জেনে নিন

মনে রাখবেন, একটা বড় অংশ ডেটা খরচ হয় হোয়াটসঅ্যাপ ব্যবহারের কারণে।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus whatsapp

করোনা পরিস্থিতিতে গোটা বিশ্বের একাধিক মানুষ এখন ঘরবন্দি। দেশের অধিকাংশ রাজ্যে শুরু হয়েছে 'লক ডাউন'।কাজেই, এসময় বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকারি ও বেসরকারি অফিস। আর এতেই খরচ হচ্ছে বিপুল পরিমাণের ইন্টারনেট ডেটা।

Advertisment

মেসেজিং অ্যাপ হিসেবে একচেটিয়া রাজত্ব চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। যেভাবে মানুষকে বশ করতে পেরেছে তার জবাব নেই। আর এই কারণেই অন্যান্য মেসেজিং অ্যাপ বাজারে টিকতে পারছে না। করোনা পরিস্থিতিতে মানুষজন সবচেয়ে বেশি নির্ভরশীল হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপের উপর। কিন্তু মনে রাখবেন, একটা বড় অংশ ডেটা খরচ হয় হোয়াটসঅ্যাপ ব্যবহারের কারণে।

হোয়াটসঅ্যাপ মারফত যাতে বেশি ডেটা খরচ না হয় তার জন্য রইল  উপায়। ডাউনলোডিং মিডিয়া ফাইল সবচেয়ে বেশি ডেটা খরচ করে। তাই হোয়াটসঅ্যাপের সেটিংস বদল করতে হবে আপনাকে। প্রথমেই অটো ডাউনলোড বন্ধ করুন। ডেটা এবং স্টোরেজ অপশনে গিয়ে 'ফটো ভিডিও এবং ডকুমেন্ট ডাউনলোড' করার অপশনে 'নেভার' ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপ কলে বিরাট পরিমাণে ডেটা খরচ হয়। আপনি যদি কলটিকে নিম্নমানের করেন তাহলে ডেটা কম খরচ হবে। হোয়াটসঅ্যাপ সেটিংস মেনুতে গিয়ে ডেটা এবং স্টোরেজ অপশনে low data usage অন করুন।

চ্যাট,মেডিয়া ফাইলস, ভিডিও, ফটো ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরি। কিন্তু এই সময় যেহেতু আপনার অধিক পরিমাণে ডেটের প্রয়োজন তাই চ্যাট ব্যাকআপ বন্ধ রাখতে পারেন। এর জন্য সেটিংস মেনুতে গিয়ে ক্লিক করুন, এরপর 'চ্যাট ব্যাকআপ'। সেখানে অফ করুন 'চ্যাট অটো ব্যাকআপ'।

Read the full story in english

Whatsapp
Advertisment