Advertisment

Air Conditioner Tips to increase Cooling Efficiency: ঠাণ্ডার বদলে এসি থেকে বেরোচ্ছে গরম হাওয়া, মেকানিক না ডেকেই সমাধান করুন!

গ্রীষ্মের মরসুমে এসির ব্যবহার বহুগুণে বেড়ে যায়। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় ঠাণ্ডা হাওয়ার বদলে এসি থেকে বেরোচ্ছে গরম হাওয়া। যাদের বাড়িতে এসি রয়েছেন তারা কখনও না কখনও এই জাতীয় সমস্যার মুখোমুখি হয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"AC Cooling Tips, Can I clean my AC filter myself, Is it OK to clean AC filter with water, Is AC filter washable, how to clean window ac filter at home, AC Cooling, AC Cooling Problem, How To Increase AC Cooling, AC Cooling Tips, AC Better Cooling Tips, Utility News, Utility News In Hindi, How to stop a fan blowing hot air, AC, Air Conditioner, Cooling Efficiency, Ceiling Fan, Bureau of Energy Efficiency BEE, Air Conditioners,

ঠাণ্ডার বদলে এসি থেকে বেরোচ্ছে গরম হাওয়া? কী করবেন?

Air Conditioner : দেশের বিভিন্ন রাজ্য প্রচণ্ড তাপপ্রবাহের কবলে। বাংলাতেও জারি ভ্যাপসা গরম। প্রচণ্ড রোদ ও গরমের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ধর থেকে বেরোচ্ছেন না। এমন পরিস্থিতিতে এসি মানুষকে একটু সস্তি দিয়েছে। গ্রীষ্মের মরসুমে এসির ব্যবহার বহুগুণে বেড়ে যায়। এর ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় ঠাণ্ডা হাওয়ার বদলে এসি থেকে বেরোচ্ছে গরম হাওয়া। যাদের বাড়িতে এসি রয়েছেন তারা কখনও না কখনও এই জাতীয় সমস্যার মুখোমুখি হয়েছেন।

Advertisment

অনেক সময় ভুলভাবে এসি ব্যবহার করার কারণেও এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার এসি থেকে গরম হাওয়া বের হয় তাহলে সঙ্গে সঙ্গেই আপনাকে সাবধান হতে হবে। আপনি কিছু টিপস অনুসরণ করে আপনার এয়ার কন্ডিশনারের শীতলতা বাড়াতে পারেন। শুধু তাই নয়, কিছু বিষয় খেয়াল রাখলে আপনার এসি কয়েক মিনিটের মধ্যেই রুম ঠান্ডা করে দেবে।

ফিল্টার পরিষ্কার
কেউ কেউ সারাদিন এসি চালালেও এসির ফিল্টার পরিষ্কার করেন না। এসি থেকে গরম হাওয়া বেরোনোর কারণ অপরিষ্কার ফিল্টার। এসির ফিল্টার নোংরা হয়ে গেলে এসির শীতলতা অনেকটাই কমে যায় এবং ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে। আপনার প্রতি ৪-৬ সপ্তাহ অন্তর এসি ফিল্টার পরিষ্কার করা উচিত।

আরও পড়ুন : < Upcoming smartphones: Vivo থেকে Xiaomi আনছে এযাবৎকালের সেরা স্মার্টফোন, জুনেই লঞ্চ Honor 200 সিরিজ >

রেফ্রিজারেন্ট গ্যাস লিকিং
এসি তখনই আমাদের ঘর ঠাণ্ডা করে যখন এসিতে পর্যাপ্ত পরিমাণে রেফ্রিজারেন্ট গ্যাস থাকে। এই গ্যাস কমার কারণে এয়ার কন্ডিশনারের ঠাণ্ডাও কমে যায়। অনেক সময় রেফ্রিজারেন্ট গ্যাস লিক হতে থাকে যার কারণে এসি ঠান্ডার বদলে ঘর গরম করে তোলে। যদি এসি ফিল্টার পরিষ্কার থাকে কিন্তু ঘর ঠাণ্ডা না হয়, তাহলে আপনার কুলিং গ্যাস এবং এর পাইপলাইন পরীক্ষা করা উচিত।

কনডেন্সার কয়েলে ময়লা জমে
এসির কনডেন্সার কয়েলগুলো নোংরা হয় তাহলে সঠিন ভাবে তাপ বের করতে পারবে না যার কারণে আপনি ঠান্ডা বাতাস পাবেন না। ফিল্টারের পাশাপাশি, আপনাকে সময়ে সময়ে কনডেন্সার কয়েলও পরিষ্কার করতে হবে।

এসির পাশাপাশি ফ্যান ব্যবহার করুন
আপনি যদি অল্প সময়ে আপনার ঘরকে ঠান্ডা করতে চান, তাহলে এসি চালানোর পাশাপাশি সিলিং ফ্যানও চালু করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে সিলিং ফ্যানটি খুব জোরে চালাবেন না। ফ্যানের হাওয়া দ্রুত এসির ঠান্ডা বাতাস সারা ঘরে ছড়িয়ে দেবে। এর একটি বড় সুবিধা হল আপনাকে দীর্ঘ সময় এসি চালানোর প্রয়োজন হবে না এবং এতে বিলও সাশ্রয় হবে।

Tech News air conditioner machine air condition machine maintenance
Advertisment