Advertisment

How To Start Bike In Winter: শীতে বাইক স্টার্ট করতে সমস্যা? সহজ বিষয় মাথায় রেখে বাঁচান সময় ও অর্থ!

How To Start Bike In Winter: দেশের বিভিন্ন অংশে জাঁকিয়ে শীত পড়েছে। প্রবল ঠান্ডার কারণে সকালে অফিসে যাওয়ার সময় রোজই বাইক স্টার্ট করা রীতিমত একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় অধিকাংশ মানুষের কাছে ।

author-image
IE Bangla Tech Desk
New Update
 How To Start Bike In Winter:

শীতে বাইক স্টার্ট করতে সমস্যা? Photograph: (ফাইল ছবি)

How To Start Bike In Winter: শীতে বাইক স্টার্ট করতে সমস্যা? এই ৫টি কাজ করুন ঘোড়ার মত ছুটবে আপনার বাইক। দেশের বিভিন্ন অংশে জাঁকিয়ে   শীত পড়েছে। প্রবল ঠান্ডার কারণে সকালে অফিসে যাওয়ার সময় রোজই বাইক স্টার্ট করা রীতিমত একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়  অধিকাংশ মানুষের কাছে । অধিকাংশ সময় বাইকের সেলফ স্টার্ট ঠিক মত কাজ করে না। এমনকী কিক স্টার্ট করতেও কালঘাম ছুটে যায়। শেষ পর্যন্ত বাইক মেকানিকের কাছে নিয়ে যেতে হয়। আজকের এই প্রতিবেদনে এই সমস্যা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করতে চলেছি। 

Advertisment

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখলে   ঠান্ডায় আপনার বাইক সহজেই স্টার্ট হবে এবং আপনি সহজেই আপনার সময় এবং অর্থ দুটোকেই সাশ্রয় করতে পারবেন।

চোক ব্যবহার করুন

শীতকালে যদি বাইকটি খুব ভোরে স্টার্ট না হয়, তাহলে প্রথমে চোক করে স্টার্ট দিন। চোক ব্যবহার করলে ইঞ্জিনে তেল এবং বাতাসের মিশ্রণ বৃদ্ধি পায়। তাই চোক ব্যবহার করলে বাইকটি স্টার্ট হয়। স্টার্ট হওয়ার পর ইঞ্জিন কিছুটা গরম হলে চোক বন্ধ করে দিন। 

Advertisment

হালকা কিকে বাইক স্টার্ট করুন

বাইকটি স্টার্ট করার আগে  প্রথমে দুই থেকে তিনবার হালকা কিক মারুন। যদি এর ফলে ইঞ্জিনে তেল সঞ্চালন শুরু হবে। যা বাইকটিকে সহজেই স্টার্ট করতে সাহায্য করে।

ব্যাটারি পুরনো কিনা তা পরীক্ষা করুন

যদি আপনার বাইকের ব্যাটারি পুরনো হয় তাহলে এখনই তা পরীক্ষা করে নেওয়া দরকার। কারণ ব্যাটারি পুরনো হয়ে গেলে এর সার্ভিসিং প্রয়োজন হয়। সেরকম হলে ব্যাটারি বদলে ফেলা দরকার। 

নিয়মিত বাইক চালান
ঠান্ডায় নিয়মিত বাইক চালালে ইঞ্জিন গরম থাকে। নিয়মিত বাইক চালালে বাইক সহজেই স্টার্ট হবে। অতএব, বাইকটি বেশিদিন বন্ধ অবস্থায় ফেলে রাখবেন না। 

প্লাগ চেক করুন 

বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই পরীক্ষা করে দেখুন। স্পার্ক প্লাগটিতে ময়লা জমার কারণে অনেক সময় বাইক স্টার্ট নিতে চায় না। যদি আপনি এই বিষয়গুলি মনে রাখেন, তাহলে শীতকালেও আপনার বাইক স্টার্ট করতে কখনই ঝামেলা পোহাতে হবে না। 

motorbike riding bike
Advertisment