Advertisment

Air Conditioners: বর্ষায় স্প্লিট এসি থেকে বেশি জল পড়ছে? রইল মারাত্মক সমস্যার সহজ সমাধান  

স্প্লিট এসি থেকে জল পড়ার সমস্যা বর্ষাকালে সাধারণ একটা বিষয়। অনেক কারণই এর পিছনে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই এই সমস্যার সমাধান করবেন এক মুহূর্তে।

author-image
IE Bangla Tech Desk
New Update
how to stop leakage from ac, how to stop leak from ac, how to stop water leakage from ac, how to remove stop leak from ac system, how to stop leaking ac unit, how to stop water dripping from ac vent, how to stop water dripping from ac vent in winter, how to prevent water leaking from ac, how to stop water leakage from window ac, how to stop water leakage from split ac, how do i stop my split ac from leaking, reason for water leakage in split ac, how to stop split ac from leaking water, how to fix split ac leaking water

স্প্লিট এসি থেকে জল পড়ার সমস্যা বর্ষাকালে সাধারণ একটা বিষয়। অনেক কারণই এর পিছনে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই এই সমস্যার সমাধান করবেন এক মুহূর্তে।

Air Conditioners: বর্ষায় এসি থেকে জল পড়ার সমস্যা? এবার রয়েছে সহজ সমাধান। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পুর্ণ পড়ুন।

Advertisment

স্প্লিট এসি থেকে জল পড়ার সমস্যা বর্ষাকালে সাধারণ একটা বিষয়। অনেক কারণই এর পিছনে থাকতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই এই সমস্যার সমাধান করবেন এক মুহূর্তে।

বর্ষার দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যার কারণে এসির ইনডোর ইউনিট থেকে জল পড়ার সমস্যার সম্মুখীন হন অনেকেই। এই সমস্যাটি প্রযুক্তিগত কারণে হতে পারে, তবে আপনি এসি মেকানিক ছাড়াই মুহূর্তে জল পড়ার সমস্যা ঠিক করে নিতে পারেন। আসুন জেনে নিই বর্ষায় এসি থেকে জল পড়ার কারণ ও সমাধান।

স্প্লিট এসি থেকে জল পড়ার কারণ

ফিল্টারে ময়লা: সময়মতো এসি সার্ভিসিং না করায় ফিল্টারে ধুলো-ময়লা জমে। এতে ড্রেনেজ পাইপলাইন জ্যাম হয়ে ঘরে জল পড়তে থাকে।

ইনডোর ইউনিটের লেভেল সঠিক না থাকা: এসির ইনডোর ইউনিট সঠিক লেভেলে না থাকলে জল ড্রেনেজ পাইপে পৌঁছাতে না পেরে এবং ঘরের ভেতরে পড়তে থাকে।

ড্রেনেজ পাইপ বাঁকা: পাইপ বাঁকা থাকার কারণে অনেক ক্ষেত্রে জল ঠিকমতো বের হতে পারে না এবং ঘরের ভিতর ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে।

কম রেফ্রিজারেন্ট: এসি-তে পর্যাপ্ত রেফ্রিজারেন্ট না থাকলেও প্রচুর পরিমাণে জল বের হতে শুরু করে।

আরও পড়ুন : < Oppo Reno 12 series: অনবদ্য ফিচার্সে ভরপুর! Oppo-র প্রিমিয়াম রেঞ্জের এই স্মার্টফোন নজর কাড়বেই >

স্প্লিট এসি থেকে জল পড়া সমস্যার সমাধান

ফিল্টার পরিষ্কার: প্রতি তিন মাস অন্তর স্প্লিট এসির ফিল্টার পরিষ্কার করুন। এর ফলে ফিল্টারে ধুলো-ময়লা জমবে না এবং ড্রেনেজ পাইপ থেকে সহজেই জল বের হয়ে যাবে।

ফিল্টারটি প্রতিস্থাপন করুন: ফিল্টারটি ক্ষতিগ্রস্ত হলে এটি প্রতিস্থাপন করুন। নোংরা এবং ক্ষতিগ্রস্ত ফিল্টার এসির কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে এবং জল পড়ার সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

ড্রেন লাইন পরিষ্কার করা: এসির ড্রেন লাইন পরিষ্কার করুন। এতে পাইপলাইনে জমে থাকা ময়লা দূর হবে এবং জল বেরোনোর পথ পরিষ্কার হবে।

ইনডোর ইউনিটের লেভেল ঠিক করুন: এসির ইনডোর ইউনিট যদি সঠিক লেভেলে না থাকে, তাহলে একজন টেকনিশিয়ানকে ফোন করুন যাতে এটি সঠিক লেভেলে সেট করা যায়।

ভিনেগার ব্যবহার: প্রতি দুই-তিন মাস অন্তর এসির ড্রেন লাইনে ভিনেগার ঢালুন। এটি ময়লা জমতে বাধা দেবে এবং ড্রেন লাইন পরিষ্কার রাখবে।

রেফ্রিজারেন্ট পরীক্ষা করা: এসি-তে রেফ্রিজারেন্টের মাত্রা পরীক্ষা করুন। রেফ্রিজারেন্টের মাত্রা কম হলে, এটি ঠিক করুন।

এই টিপসগুলি অবলম্বন করে, আপনি সহজেই বর্ষাকালে স্প্লিট এসি থেকে জল পড়ার সমস্যা সমাধান করতে পারেন এবং কোনও সমস্যা ছাড়াই শীতলতা উপভোগ করতে পারেন।

Air Conditioner air conditioner machine air condition machine maintenance
Advertisment