Advertisment

AC Tips For Rainy Season: প্রবল বর্ষাতেও দিব্যি চাঙ্গা থাকবে আপনার সাধের এসি, করুন কেবল এই কাজটি!

এসি মেশিন কেনার পর এসি মেশিনের রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। বর্ষাকালে এসির ভালো পারফরম্যান্সের জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা উচিত। কোন তাপমাত্রা বর্ষায় সময় আদর্শ? এই সব নিয়েই আজকের এই প্রতিবেদন।

author-image
IE Bangla Tech Desk
New Update
"air conditioner,AC,tech,AC, air conditioner, AC tricks and tips, How to take care of AC in rainy season, AC in rainy season, rainy season, AC maintenance in rainy season,air conditioner in rainy season,"

এসি মেশিন কেনার পর এসি মেশিনের রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। বর্ষাকালে এসির ভালো পারফরম্যান্সের জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা উচিত। কোন তাপমাত্রা বর্ষায় সময় আদর্শ? এই সব নিয়েই আজকের এই প্রতিবেদন।

AC Tips For Rainy Season: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদনির। কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হলেও মিলছে না গরম থেকে রেহাই। তীব্র গরম থেকে বাঁচতে এসি ছাড়া মানুষের কোন উপায় নেই। অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে।

Advertisment

এসি মেশিন কেনার পর এসি মেশিনের রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। বর্ষাকালে এসির ভালো পারফরম্যান্সের জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা উচিত। কোন তাপমাত্রা বর্ষায় সময় আদর্শ? এই সব নিয়েই আজকের এই প্রতিবেদন।

বর্ষা আসন্ন। তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বর্ষাতেও তাপ বা আর্দ্রতা এড়াতে এসি (এয়ার কন্ডিশনার) চালানোর প্রয়োজন পড়ে। এই মরসুমে, আপনার এসি যাতে ভালভাবে কাজ করে তা নিশ্চিত করার জন্য বেশ কিছু পদ্ধতি মেনে চলা একান্ত ভাবেই জরুরি।

ফিল্টার পরিষ্কার করুন: এয়ার কন্ডিশনার এর ফিল্টার নিয়মিত পরিষ্কার করা জরুরি। এটি ধুলো, জীবাণু এবং অন্যান্য অবাঞ্ছিত উপাদানগুলিকে সরিয়ে এয়ার কন্ডিশনারটির কার্যকারিতা বাড়ায়। বর্ষাকালে পরিবেশ একটু আর্দ্র হয়ে যেতে পারে, তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন।

ড্রেন পাইপ পরিষ্কার রাখুন: এয়ার কন্ডিশনারে একটি ড্রেন পাইপ থাকে যেখান থেকে জল বের হয়। বর্ষাকালে এই পাইপের কারণে সমস্যা হতে পারে। তাই নিয়মিত ড্রেন পাইপ পরিষ্কার করুন।

বৈদ্যুতিক নিরাপত্তা: বর্ষাকালে বাইরের বৈদ্যুতিক ইন্টারফেস এবং তারের দিকে বিশেষ মনোযোগ দিন। আপনি আপনার এয়ার কন্ডিশনার রক্ষা করতে বৈদ্যুতিক ইন্টারফেসের উপর একটি কভার বা ছাতা ইনস্টল করতে পারেন।

নিয়মিত রক্ষণাবেক্ষণ: বর্ষাকালে, আপনার এয়ার কন্ডিশনার নিয়মিত পরীক্ষা করুন এবং কার্যকারিতায় কোনো সমস্যা দেখা দিলেই প্রশিক্ষিত টেকনিশিয়ানকে কল করুন এবং তা মেরামত করুন।

আরও পড়ুন : < TATA AC: দিব্যি ঘরে হেঁটে চলে বেড়াবে টাটার এই এসি, ঠাণ্ডায় টেক্কা দেবে বাজার চলতি সব ব্র্যান্ডকেই! >

সঠিক ব্যবহার: এয়ার কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করুন। এর মানে হল যে আপনার এয়ার কন্ডিশনারকে বৃষ্টি এবং আর্দ্রতা থেকে রক্ষা করা উচিত। আপনি আপনার এসি 24-26 ডিগ্রি তাপমাত্রার মধ্যে চালাতে পারেন, যার কারণে বিদ্যুৎ বিল বেশি হবে না।

পাশাপাশি আপনার এয়ার কন্ডিশনারটির আশেপাশে ফুটো বা জল জমে যাচ্ছে কিনা সেটা ভালভাবে লক্ষ্য করুন। এসি থেকে জল পড়লে অবিলম্বে সেটি সমাধান করা গুরুত্বপূর্ণ।

Air Conditioner air condition machine maintenance
Advertisment