Advertisment

BSNL 4G Network: সেটিংসে আনুন এই সামান্য বদল, উপভোগ করুন BSNL 4G

BSNL শীঘ্রই 5G নেটওয়ার্ক দেশজুড়ে চালু করতে চলেছে ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"4G network, BSNL,TECH NEWS, BSNL 4G Network, bsnl network problem,bsnl 4g network problem,bsnl sim network problem,bsnl e network problem,bsnl network,bsnl 4g network,how to increase bsnl net speed in mobile,bsnl network check in my area,network,bsnl h+ network problem,bsnl sim me 4g network kaise chalaye,bsnl edge network problem,network problem today,how to,bsnl network problem today,how to use bsnl 5g,how to connect 4g network in bsnl,bsnl network 3g to 4g,how to solve bsnl sim network problem,

BSNL শীঘ্রই 5G নেটওয়ার্ক দেশজুড়ে চালু করতে চলেছে ।

BSNL 4G Network: দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলির মধ্যে রয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল। তিনটি সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। অন্যদিকে বিএসএনএল তার পরিকাঠামোকে উন্নত করার চেষ্টা চালাচ্ছে দিনরাত। এখন রিচার্জের প্ল্যান নিয়ে কোম্পানিগুলির মধ্যে চলছে কঠিন প্রতিযোগিতা। সরকারি টেলিকম কোম্পানি BSNL Jio, Airtel এবং Vi-এর মত বেসরকারি সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন আকর্ষনীয় প্ল্যান নিয়ে আসছে গ্রাহকদের স্বার্থে। BSNL শীঘ্রই 5G নেটওয়ার্ক দেশজুড়ে চালু করতে চলেছে ।

Advertisment

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন যে সরকার 4G নেটওয়ার্ককে 5G-তে রূপান্তর করার কাজ শুরু করেছে এবং শীঘ্রই গ্রাহকরা BSNL-র 5G পরিষেবার সুবিধাও নিতে পারবেন। আপনি যদি BSNL ব্যবহারকারী হন জেনে নিন আপনি কীভাবে 3G নেটওয়ার্কে 4G নেটওয়ার্কে ইন্টারনেট পরিষেবার সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন - < BSNL MNP Process: দেরি না করে ঝটপট পোর্ট করুন, অভাবনীয় সুযোগ দিচ্ছে BSNL, জানুন পদ্ধতি >

BSNL 4G নেটওয়ার্ক কীভাবে ব্যবহার করবেন:

-আপনার স্মার্টফোন চালু করুন। এর পরে সেটিংস অ্যাপে যান।

-সেটিংস অ্যাপে নেটওয়ার্ক এবং ইন্টারনেট দেখুন, আপনি চাইলে সার্চ করতে পারেন।

-এর পর এই অপশনে ক্লিক করুন এবং সিম কার্ড অপশনটি নির্বাচন করুন।

-যদি ফোনে দুটি সিম থাকে তাহলে এখান থেকে আপনার পছন্দের সিম নির্বাচন করতে পারবেন।

-BSNL সিম নির্বাচন করুন এবং নীচে স্ক্রোল করুন এবং পছন্দের নেটওয়ার্ক প্রকার চয়ন করুন।

-যদি BSNL এর 4G নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আপনি LTE বেছে নিতে পারেন।

-যদি 4G নেটওয়ার্ক না থাকে তাহলে আপনাকে 3G নেটওয়ার্ক বেছে নিতে হবে।

শুধুমাত্র BSNL ব্যবহারকারীরা নয়, Reliance Jio, Airtel এবং Vodafone Idea ব্যবহারকারীরাও এই পদক্ষেপগুলি অনুসরণ করে উচ্চ-গতির ইন্টারনেটের সুবিধা নিতে পারেন।

BSNL 5G bsnl
Advertisment