Advertisment

লাইভ সম্প্রচারে দেখুন ঐতিহাসিক মুহূর্ত, মহাকাশ থেকে পৃথিবীর দৃশ্য

এবার পৃথিবীর চারিপাশ ভ্রমণ করতে চায় তাঁরা। এর জন্য তৈরি হয়েছে, বিশেষ ধরণের রকেট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পৃথিবীকে বাইরে থেকে দেখতে কেমন লাগে ? স্পেস স্টেশন থেকে সেই দৃশ্য় দেখলেও, তৃপ্তি হয়নি মহাকাশবিজ্ঞানীদের। তাই এবার পৃথিবীর চারিপাশ ভ্রমণ করতে চায় তাঁরা। এর জন্য তৈরি হয়েছে, বিশেষ ধরণের রকেট। ২৭ মে বিকেল ৪.৩৩ বাজলেই মাটি ছাড়বে ফ্যালকন ৯ রকেট। স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের যাত্রী থাকবে দুজন মহাকাশচারী-বব্ বেনকেন ও ডগ হারলে। এটিকে ব্যক্তিগত মহাকাশ যান মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।

Advertisment

ঘরে বসে এই যাত্রা দেখতে পাবেন আপনিও। নাসার টেলিকাস্ট লাইভের পাশাপাশি নাসার ওয়েবসাইটে http://www.nasa.gov/live দেখা যাবে তাদের যাত্রা পথ।

শুরু থেকে শেষ, অর্থাত্্ উত্্ক্ষেপনের সময়কাল থেকে আবার পৃথিবীর বুকে ফিরে আসা প্রর্যন্ত চলবে লাইভ সম্প্রচার। মহাকাশ বিশ্লেষক লুইজি পেলুসো বলেন, “ বাণিজ্যিক মহাকাশযানে দুটি মানুষ মহাকাশে গিয়েছে এমন ঘটনা হয়নি। এটি প্রথমবার। ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হবে পৃথিবী। বিপজ্জনক পদক্ষেপ নিতে চলেছে। সম্পূর্ণ ভিন্ন মাত্রার তীব্রতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। তাদের কেবল নিরাপদে সেখানে পৌঁছে দেওয়ার বিষয় নয়, তাদের ফিরিয়ে আনার বিষয় নিয়ে অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণ করতে হয়েছে।

Read the full story in English

Advertisment