Advertisment

বাকি মাত্র কয়েকঘণ্টা, ফোনেই দেখুন চন্দ্রযান অভিযান

দূরদর্শনের ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন দর্শকরা। পাশাপাশি ইসরোর ফেসবুক পেজ থেকেও চন্দ্রযান-২ উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং দেখানো হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan 2 landing

উৎক্ষেপণ লগ্নে চন্দ্রযান-২। ফাইল ছবি

অফিসের টিফিন টাইম হোক বা ক্লাস রুম বা ভাত ঘুম দিতে যাওয়ার আগে, যে অবস্থাতেই থাকুন না কেন, নিজের ফোনেই দেখে নিতে পারবেন চন্দ্রযান অভিযান। ইসরো চন্দ্রযান-২ উৎক্ষেপনের ভিডিও লাইভ সম্প্রচার করবে। যা দেখা যাবে ফেসবুক, ইউটিউব ও টিভির পর্দায়। সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনের পর্দায়। সেই সঙ্গে কন্ট্রোলরুমের ছবিও দেখতে পাবেন আপনি।

Advertisment

সময়টা ২২ জুলাই অর্থাৎ আজ দুপুর ২.৪৩। শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান -২।জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২।উল্লেখ্য, গত সপ্তাহেই রবিবার গভীর রাতে চন্দ্রাভিযানের কথা ছিল। কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে আজ চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান ২।

চন্দ্রাভিযানে গোটা দেশের মতো প্রতীক্ষার প্রহর গুনছে বাংলাও। চন্দ্রাভিযানে রয়েছেন এ রাজ্যের হুগলির গুড়াপের বাসিন্দা চন্দ্রকান্ত কুমার। চন্দ্রাভিযানের সাক্ষী হতে টিভির পর্দায় চোখ রেখেছেন গুড়াপের বাসিন্দারা।

চন্দ্র অভিযানের সমস্ত আপডেট জানতে নজর রাখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার লাইভ পেজে। যেখানে জানতে পারবেন চন্দ্রযান ২ সম্পর্কিত যাবতীয় তথ্য। এর পাশাপাশি দূরদর্শনের ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন দর্শকরা। পাশাপাশি ইসরোর ফেসবুক পেজ থেকেও চন্দ্রযান-২ উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং দেখানো হবে।

Advertisment