ইউজারদের সুবিধার্থে WhatsApp সর্বদাই নিত্য নতুন ফিচার নিয়ে পরীক্ষানিরীক্ষা করে থাকে। যেমন কয়েকদিন আগে সংস্থাটি ঘোষণা করেছিল যে তারা কমিউনিটি ট্যাব, ইমোজি রিঅ্যাকশন এবং একসঙ্গে ৩২ জন মিলে গ্রুপ কল করা সহ একগুচ্ছ নতুন ফিচার রোলআউট করবে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এবার নির্বাচিত কিছু দেশের ইউজাররা ৩২ জন মিলে গ্রুপে ভয়েস কল করার সুযোগ পাবেন, কেননা WhatsApp এবার এই ফিচারটি রোলআউট করা শুরু করেছে। পূর্বে ৮ জন মিলে এই একসঙ্গে কল করতে পারতেন, যেখানে এখন ৩২ জন অর্থাৎ চারগুণ বেশি সদস্যরা একজোট হয়ে ভয়েস কল করতে সক্ষম হবেন। অর্থাৎ, দ্বিগুণ, তিনগুণের পরিবর্তে এবার ইউজারদের খুশির মাত্রা চারগুণ বাড়িয়ে দিল Meta (মেটা) মালিকানাধীন সংস্থাটি! অনেকেই মনে করছেন এর ফলে কোন আলোচনা অথবা গ্রুপ স্টাডিজ আগের তুলনায় এখন আরও সহজ হবে। কিন্তু আপনি কি জানেন কীভাবে ৩২ জনকে গ্রুপ কলে অ্যাড করবেন যদি না জানেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। যদিও এই সুবিধা শুধুমাত্র ভয়েস কলের ক্ষেত্রেই উপলব্ধ। এখনও এটি ভিডিও কলের জন্য প্রযোজ্য নয়।
এটি করার জন্য আপনাকে কী করতে হবে জেনে নিন-
১. প্রথমে, গুগল প্লে স্টোর/অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করুন। এবং হোয়াটস অ্যাপ খুলুন।
২. হোয়াটস অ্যাপে একটি গ্রুপ নির্বাচিত করুন।
৩. আপনার গ্রুপ চ্যাটে ৩৩ বা তার বেশি অংশগ্রহণকারী থাকলে গ্রুপ কল বিকল্পে ক্লিক করুন।
৪. যদি আপনার গ্রুপে ৩২ বা তার কম কন্ট্যাক্ট থাকে, তাহলে কেবল ভয়েস কল বিকল্পে ক্লিক করুন এবং নিশ্চিত করুন।
৫. শুধুমাত্র প্রথম সাতজন ব্যবহারকারী যারা কলের উত্তর দেবেন তারাই কলে যোগ দিতে পারবেন। আপনি অন্যান্য অংশগ্রহণকারীদের কল চলাকালীন যোগ করাতে পারবেন। উল্লেখ্য যে শুধুমাত্র গ্রুপের সদস্যরাই কলে যোগ দিতে পারবেন।