Android New Features: অ্যান্ড্রোয়েডের নতুন ফিচারের মাস্টার স্ট্রোক, ফোন চুরি হলেও এবার থাকুন 'টেনশন ফ্রি'

Android Theft Detection Lock and Offline Device Lock: অ্যান্ড্রোয়েডের এই নতুন দুটি ফিচার ব্যবহারকারীদের জন্য দারুণ সহায়ক। ফোন চুরি হলেও তথ্য সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে।

Android Theft Detection Lock and Offline Device Lock: অ্যান্ড্রোয়েডের এই নতুন দুটি ফিচার ব্যবহারকারীদের জন্য দারুণ সহায়ক। ফোন চুরি হলেও তথ্য সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
অ্যান্ড্রোয়েডের নতুন ফিচারের মাস্টার স্ট্রোক

অ্যান্ড্রোয়েডের নতুন ফিচারের মাস্টার স্ট্রোক

Android Features: আজকাল ছোট থেকে বড় সকলের হাতেই Android ফোন। এই ফোন ব্যবহারের একদিকে যেমন সুবিধা রয়েছে তেমনই আবার হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তাহলে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সম্প্রতি OnePlus 13 ব্যবহারকারী এক ব্যক্তি এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থেকেছেন। মাঝ আকাশে পোনে সিনেমা দেখতে গিয়ে আচমকা ফোন লক হয়ে যায়। এই ঘটনায় বেশ স্তম্ভিত হয়ে যান ওই ব্যক্তি। বিমানের মধ্যেই প্যানিক তৈরি হয়। যদিও ফোনটি আনলক করার জন্য আঙুলের ছাপই যথেষ্ট ছিল। প্রথমে ওই ব্যবহারকারী ভেবেছিলেন লো ব্যাটারির সমস্যা। কিন্তু আদতে তা হয়নি। নোটিফিকেশন প্যানেলটি সোয়াইপ করার পর বিষয়টি বোধগম্য হয়। বলা ভাল এক সেকেণ্ডের মধ্যেই প্রশ্নের জবাব পেয়ে যান। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, 'ডিভাইসটি কিছুক্ষণের জন্য অফলাইনে থাকায় অটো-লক হয়ে গিয়েছে।'

Advertisment

গুগল সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য 'Theft-Protection' ও  'Offline Device Lock' ফিচার চালু করেছে। এই ফিচারগুলোর একটা দুর্দান্ত সুবিধা আছে। ফোন চুরি হয়ে গেলেও যাবতীয় তথ্য সুরক্ষিত থাকবে। 'Theft detection Lock'-এই সিস্টেমের সুবিধা হল যদি কেউ ফোন চুরি করে নেয় তাহলে ফোনটি অটো-লক হয়ে যাবে। ইন্টারনেট পরিষেবা চালু না থাকলেও চুরি হওয়ার কিছুক্ষমের মধ্যেই ডিভাইসটি পুরোপুরি অফলাইন হয়ে যাবে। এই ফিচারগুলো ব্যবহারের সুবিধা সকলের গ্রহণ করা উচিত। 

প্রতিটি ব্যবহারকারীরই এই সুবিধা ব্যবহারে স্বাধীনতা রয়েছে। ফোনকে সুরক্ষিত রাখতে এই সিকিউরিটি অপশন নিঃসন্দেহে দারুণ উদ্যোগ। উল্লেখ্য, এই ফিচারগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তাই ব্যবহারকারীদের ম্যানুয়ালি এগুলো অ্যাক্টিভ করতে হয়। এই ফিচার যদি একবার সক্রিয় হয়ে যায় তাহলে ফোনে 'Theft detection Lock'চালু হয়ে যাবে। এই ব্যবস্থা শুধুমাত্র ফোন চুরির হাত থেকেই রক্ষা করবে না, বরং ফোনের মধ্যে যদি কোনও তথ্য থাকে সেগুলোও সুরক্ষিত থাকবে।  

oneplus google Mobile theif Mobile snatch mobile android