Advertisment

ভারত থেকে ব্যবসা গোটালো HTC

HTC-র প্রথম দিককার প্রিমিয়াম এবং মেটালবডির ফোনগুলি বেশ জনপ্রিয় হয়েছিল মোবাইল দুনিয়ায়। সাধ্যের দামে ডিজায়ার সিরিজের ফোন নিয়ে এসেছিল HTC।

author-image
IE Bangla Web Desk
New Update
htc-u11

ভারতে পাবেন না আর HTC র ফোন।

ভারত থেকে তল্পি তল্পা গুটিয়ে নিল তাইওয়ান স্মার্টফোন কোম্পানি HTC। একটি রিপোর্টে প্রকাশিত খবর অনুসারে, ভারতে ভারপ্রাপ্ত প্রধান ফয়জল সিদ্দিকি, বিক্রয় ভাগের প্রধান বিজয় বালাচন্দ্রন এবং প্রোডাক্ট হেড আর. নারায়ণ ইতিমধ্যে প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। পরিস্থিতি বেশ ভীতিপ্রদ, কোম্পানি এ দেশে বণ্টন ও উৎপাদন দুইই বন্ধ করে দিয়েছে।

Advertisment

একসময়ে HTC সেরা ব্র্যান্ড হিসাবে পরিচিত ছিল। ভারতের বাজারে চলতি স্মার্টফোনের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছিল এই কোম্পানি। HTC-র প্রথম দিককার প্রিমিয়াম এবং মেটালবডির ফোনগুলি বেশ জনপ্রিয় হয়েছিল মোবাইল দুনিয়ায়। সাধ্যের দামে ডিজায়ার সিরিজের ফোন নিয়ে এসেছিল HTC। কিন্তু তার চেয়েও সস্তায় বেশি ফিচার সম্বলিত ফোন নিয়ে এসে একচেটিয়া বাজার শুরু করে ওপো ও শাওমি। যার ফলে HTC-র টিকে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়ে। একটা সময়ে এই সংস্থার ফোনকে দীর্ঘজীবি হিসাবে গণ্য করা হত। মাইক্রোসফটের সঙ্গে গাঁটছড়া বেঁধে উন্নত অপারেটিং সিস্টেম গড়ে তোলার প্রবণতাও দেখা গিয়েছিল। ২০০৮ সালে প্রথম অ্যান্ড্রয়েড ফোন হিসাবে বাজারে আসে HTC-র ফোন। তবে সেসবই এখন ইতিহাস।

htc
Advertisment