/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/huawei-p30-pro-759-2.jpg)
চার ক্যামেরার ফোন huawei p30 pro
ভারতে লঞ্চ হল হুয়াওয়ের নতুন স্মার্টফোন P30 Pro । বর্তমানে সব ফোনের সেরা স্মার্টফোন এটি। পাশাপাশি কোম্পানির দাবি স্মার্ট টেকনলজির খোঁজ মিলবে এই ফোনে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, র্যাম ও ডিসপ্লেতে বাজিমাত করতে চলেছে হুয়াওয়ের এই নয়া ফোন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Huawei P30 Pro-এর স্পেসিফিকেশন...
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/P30-Pro-Breathing-Crystal-3.jpg)
১) ৬.৪৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED ডিউড্রপ ডিসপ্লে। যার রেজোলিউশন ২৩৪০x১০৮০ পিক্সেল।
২) ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে Huawei P30 Pro-এ। ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
৩) কিরিন ৯৮০ চিপসেটে চলা এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম।
৪) বিষ্ময়কর ক্যামেরা ফিচার থাকছে P30 Pro ফোনটিতে। ৪০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে সুপার স্পেকট্রাম সেন্সর সঙ্গে ২০ মেগাপিক্সেলর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ৮ মেগাপিক্সেলর টেলি ফটো ক্যামেরার সঙ্গে সুপার জুম লেন্স , হুয়াওয়ে টফ ক্যামেরা, এবং ৩২ মেগাপিক্সেলর ফ্রন্ট ক্যামেরা থাকছে P30 Pro ফোনটিতে। ট্রেন্ডি সমস্ত ফিচার রয়েছে ক্যামেরাগুলিতে। HUAWEI P30 Pro ফোনে রয়েছে সিনেমাটিক ক্ষমতা। রাতের বেলায় অর্থাৎ কম আলোতেও নিখুত ছবি সহ ভিডিও তোলা সম্ভব হবে আধুনিকতায় মোরা এই ফোনে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/P30-Pro-Aurora-Blue-1.jpg)
৫) থাকছে ৪,২০০ mAh এর ব্যাটারি। পাশাপাশি থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
৬) ফোন আনলক করার জন্য থাকছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
অ্যামাজন থেকেই কিনতে পারবেন Huawei P30 Pro। দাম ৭১,৯৯০ টাকা। ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে এই ফোন কিনলে থাকছে ৫ শতাংশ ক্যাশ ব্যাকের বিশেষ সুযোগ। এছাড়াও পাওয়া যাবে ৬ মাসের অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফোন বিমার সুবিধা। এ ছাড়াও ‘নো-কস্ট ইএমআই’-এর সুবিধাও পাবেন ক্রেতারা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/P30-Pro-Aurora-Blue-3.jpg)
গ্রাহকদের আকর্ষনীয় অফার দিতে হুয়াওয়ে জোট বেঁধেছে জিওর সঙ্গে। গ্রাহকরা ২২০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম ৫ রিচার্জের ক্ষেত্রে পাবে 'ডবল ডেটা'। এছাড়াও গ্রাহকরা পেয়ে যাবেন ৫৬০০ টাকা মেক মাই ট্রিপ কুপন এবং ২২০০ টাকার জুম কার ভাউচার।