/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/huawei-p30-pro-main.jpg)
হুয়াওয়ে নিশ্চিত করেছে তাদের আপকামিং ফোনে থাকছে পেরিস্কোপ স্টাইল ক্যামেরা লেন্স। যা দিয়ে সম্ভব সুপার জুম। অ্যান্ড্রয়েডের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে, হুয়াওয়ের বিশ্ব প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট ক্লিমেন্ট ওং জানান, ফোনে থাকবে সুপার জুম সেন্সর, যা দিয়ে কম আলোতেও নিঁখুত ছবি তোলা সম্ভব।
বেশ কয়েক দিন আগে ফাঁস হয়েছিল ফোনের ক্যামেরার স্পেসিফিকেশন। যেখানে উল্লেখ করা হয়, 5x অপটিকাল জুম থাকবে ফোনটিতে। কিন্তু এদিকে Galaxy S10+ ফোনে এর আগেই এসে পৌছেছে 10x অপটিকাল জুম।
ওং এর বক্তব্য অনুযায়ী, P30 Pro ক্যামেরার তৃতীয় সেন্সর হবে পেরিস্কোপ স্টাইল। তিনি নিশ্চিত করেছেন যে ফোনটিতে "সুপার-জুম" ক্ষমতা থাকবে, তবে কতটা জুম করতে পারবে তা জানান নি।
Rules were made to be rewritten. Paris, 26.03.2019. #RewriteTheRules#HUAWEIP30pic.twitter.com/hFzZI3pVYr
— Huawei Mobile (@HuaweiMobile) February 19, 2019
২০১৯ সালে মুক্তি পাওয়া অপোর আসন্ন ফোনে থাকবে টেন-এক্স 'লসলেস’ জুম। যা বাজার চলতি কোনো ফোনেই নেই বলে দাবি সংস্থার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ডিভাইসটির পেছনে থাকবে তিনটি ক্যামেরা লেন্স - ওয়াইড, আলট্রা ওয়াইড এবং টেলিফটো। সাধারণত সমস্ত স্মার্ট ফোনে থাকে টু এক্স অথবা থ্রি এক্স অপটিকাল জুম। সেখানে অপো তার ফোনে দিচ্ছে টেনএক্স লসলেস জুম।
এদিকে ওংয়ের দাবি, P30 Pro ক্যামেরায় এমন কিছু ফিচার আছে যা আগে কোনো সংস্থা রাখে নি, এটিতে অত্যাধুনিক যন্ত্রযুক্ত ক্যামেরা লেন্স থাকবে। এছাড়া থাকছে কোয়াড কোর সেট আপ। মনে রাখবেন, হুয়াওয়ের প্রথম P30 Pro ফোনই ছিল তিন ক্যামেরার ফোন।
Read the full story in English