scorecardresearch

১৬ হাজারে পেয়ে যাবেন পপ্আপ সহ তিন রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোন

SBI এর ডেবিট ও ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন। অফলাইনে যাঁরা এই ফোন কিনবেন তাঁরা বিনামূল্যে পাবেন ব্লুটুথ হেডফোন এবং ১৫,৬০০ mAh এর পাওয়ার ব্যাঙ্ক।

১৬ হাজারে পেয়ে যাবেন পপ্আপ সহ তিন রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোন

ফোন কেনার কথা ভাবছেন? তাহলে সাতদিন অপেক্ষা করে যান, আপনার জন্য রয়েছে সাধ্যের দামে নজরকাড়া ফিচারের সাধের ফোন।

হুয়াওয়ে সদ্য লঞ্চ করেছে Huawei Y9 Prime। Kirin 710 octa-core প্রসেসরে চলা ফোনটির দাম ১৫,৯৯০ টাকা। ফোনটির ইউএসপি ১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা, সঙ্গে ৪০০০ mAh-এর ব্যটারি।

Huawei Y9 Prime পাওয়া যাবে অবশ্য শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়ায়। অগাস্ট মাসের ৭ তারিখ, দুপুর ১২ টা থেকে কিনতে Y9। লঞ্চ অফারে থাকছে ছয় মাসের জন্য নো-কস্ট ইএমআই। এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন ১,৫০০ টাকার ছাড়।

অ্যামাজন পে দিয়ে কিনলে তৎক্ষণাৎ পাবেন ৫০০ টাকার ক্যাশব্যাক। পাশাপাশি SBI-এর ডেবিট ও ক্রেডিট কার্ডে কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পেয়ে যাবেন। অফলাইনে যাঁরা এই ফোন কিনবেন তাঁরা বিনামূল্যে পাবেন ব্লুটুথ হেডফোন এবং ১৫,৬০০ mAh এর পাওয়ার ব্যাঙ্ক।

Huawei Y9 Prime স্পেসিফিকেশন

Huawei Y9 Prime ২০১৯ ফোনটিতে Kirin 710 প্রসেসরের সঙ্গে রয়েছে ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৬.৫৯ ইঞ্চির full-screen FHD+ ডিসপ্লেতে রয়েছে ২৩৪০ X ১০৮০ পিক্সেলের রেজোলিউশন। যার অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ১৬ মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরার সঙ্গে তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। রিয়ার ক্যামেরায় ১৬, ৮, ও ২ মেগাপিক্সেলের কম্বিনেশন। যাতে রয়েছে আলট্রা ওয়াইড লেন্স ও ডেপথ সেনসর। ফোনটিতে অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Huawei y9 prime popup selfie camera price specifications