Advertisment

Hyundai Creta Electric: Hyundai Creta Electric- EV সেগমেন্টে বড় চমক, ফিচার্স চমকে দেবে

Hyundai Creta Electric: সামনে এল Hyundai Creta ইলেকট্রিক SUV-এর প্রথম ঝলক। Hyundai Creta Electric মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Hyundai Creta Electric

সামনে এল Hyundai Creta ইলেকট্রিক SUV-এর প্রথম ঝলক। Photograph: (ফাইল চিত্র)

Hyundai Creta Electric: সামনে এল Hyundai Creta ইলেকট্রিক SUV-এর প্রথম ঝলক। Hyundai Creta Electric মোট চারটি ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। Hyundai India তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Creta EV-এর টিজার লঞ্চ করেছে।

Advertisment

সেগমেন্টে ঝড় তুলতে চলেছে Hyundai। কোম্পানি তার তৃতীয় বৈদ্যুতিক গাড়ি Hyundai Creta Electric চলতি জানুয়ারিতেই লঞ্চ করতে চলেছে। বর্তমানে, টাটা মোটরস ইভি সেগমেন্টে বাজারে দাপট দেখাচ্ছে।  ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপোতে এই গাড়িটি প্রথমবারের মতো উপস্থাপন করতে পারে সংস্থা। ১৭-২২ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো। 

Hyundai Creta ইলেকট্রিক SUV-র ডিজাইন চমকে দিতে বাধ্য। নয়া এই ইলেকট্রিক SUV-তে থাকবে ১৮  ইঞ্চি অ্যালয় হুইল। নিরাপত্তার কথা বিবেচনা করে গাড়িতে ৬টি এয়ারব্যাগ দিচ্ছে সংস্থা। এই বৈদ্যুতিক  গাড়িটিতে আপনি পেতে পারেন 2 ADAS এর পাশাপাশি প্যানোরামিক সানরুফ। এছাড়াও, 39.2 kWh এর একটি ব্যাটারি প্যাক থাকবে। যেটি সিঙ্গেল চার্জে  ৪৫২ কিমি রেঞ্জ দেয়। যদিও কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি।

Electric Vehicle
Advertisment