মেঘে ঢাকা আকাশে তারা দেখতে দেখতে ডিনারের সুযোগ! জানেন কত খরচ? আমরা সাধারণত প্রিয়জনের সঙ্গে বিশেষ দিনে ডিনার দারুণ ভাবে উপভোগ করি। কিন্তু সেই ডিনার যদি হয় মহাকাশে? চমকে উঠলেন? সেটাই স্বভাবিক!
কিন্তু এমনই এক স্বপ্ন পূরণ করতে চলেছে একটি কোম্পানি। আগামী বছর থেকে মিলবে এই সুবিধা। মহাকাশে বসে ডিনারের স্বপ্ন পূরণ করতে চলছে একটি কোম্পানি। আগামী বছর থেকে এই মহাকাশ পর্যটন শুরু হতে যাচ্ছে।
আপাতদৃষ্টিতে কাল্পনিক মনে হলেও এমনই এক অফার চালু করতে চলেছে স্পেস অ্যাডভেঞ্চার কোম্পানি। তবে 'ডাইন ইন স্পেস'-এর জন্য খরচ হবে কোটি কোটি টাকা।
এই অফারটি দিয়েছে বিলাসবহুল মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেসভিআইপি। এই অফারের অধীনে, কোম্পানি আপনাকে তার স্পেস বেলুনে নিয়ে যাবে 1 লাখ ফুট অর্থাৎ পৃথিবীর 30 কিলোমিটার উপরে।
কোম্পানির এই হাই-প্রোফাইল বিলাসবহুল মহাকাশ পর্যটন আগামী বছর থেকে শুরু হবে। এক ট্রিপে ছয়জন যেতে পারবেন। এই ভ্রমণের যাত্রীরা বিশ্বের অন্যতম সেরা শেফদের হাতে তৈরি জিভে জল আনা খাবার উপভোগ করতে পারবেন। যাত্রীরা Wi-Fi এর সুবিধাও পাবেন, যাতে তারা যদি চান তবে তারা পৃথিবীতে তাদের প্রিয়জনের কাছে তাদের পুরো অভিজ্ঞতা লাইভ স্ট্রিম করতে পারবেন।
চমৎকার এই অভিজ্ঞতার জন্য যাত্রীদের খরচ করতে হবে ৫ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ দাঁড়ায় ৪ কোটি টাকা।