Advertisment

BSNL Network issue:এখন ঝড়ের গতিতে পান ইন্টারনেট, সেটিংসে আনুন এই 'ছোট' বদল

BSNL Network issue:আগামী বছরের শুরুতে সারা দেশে একযোগে BSNL 4G পরিষেবা চালু হতে পারে। সরকার বর্তমানে দেশের অনেক টেলিকম সার্কেলে 4G পরীক্ষা শুরু করছে। টেলিকম কোম্পানি তাদের ব্যবহারকারীদের তাদের সিম কার্ড বিনামূল্যে আপগ্রেডের সুযোগ দিচ্ছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 4G Recharge Plan

সামান্য বদলে পান ঝড়ের গতিতে ইন্টারনেট

BSNL Network issue: BSNL সিমে ইন্টারনেট কাজ করবে স্মুথলি, ফোনের সেটিংসে ঝটপট করুন এই পরিবর্তনগুলি।

Advertisment

আপনি যদি BSNL সিম ব্যবহার করেন এবং আপনি নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন তবে এখন আপনি এখন খুব সহজেই সেই সমস্যার সমাধান করতে পারেন।

আপনি আপনার স্মার্টফোনের সেটিংস সামান্য বদল এনে BSNL 4G সিম থেকে হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারেন

গত জুলাই মাসে, সবকটি বেসরকারি টেলিকম অপারেটর কোম্পানি তাদের রিচার্জ ব্যয়বহুল করার পর বিএসএনএলই একমাত্র সংস্থা যারা সস্তায় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একের পর এক ধামাকা রিচার্জ প্ল্যান। ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিএসএনএল-এর নতুন গ্রাহকের সংখ্যা।

TRAI রিপোর্ট অনুসারে, জুলাইয়ের পর প্রায় ২৯ লক্ষ নতুন গ্রাহক BSNL-এ যোগ দিয়েছেন। রিপোর্ট দেখে ধারণা করা হচ্ছে BSNL-এর সুদিন আবার ফিরতে চলেছে এবং ধীরে ধীরে মানুষের পছন্দের কোম্পানি হয়ে উঠছে।

BSNL এখন তার 4G নেটওয়ার্ক বিস্তারে দ্রুত কাজ করছে। কোম্পানি ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এক লক্ষ নতুন টাওয়ার বসানোর লক্ষ্যমাত্র সামনে রেখে এগিয়ে চলেছে।

আপনার যদি বিএসএনএল সিম থাকে বা আপনি যদি বিএসএনএলে পোর্ট করার পরিকল্পনা করছেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।

 BSNL-এর স্লো নেটওয়ার্ক নিয়ে অনেক ব্যবহারকারী চিন্তিত। আপনিও যদি BSNL সিমে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হন, তাহলে এখন এই সমস্যার সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়।

BSNL সিমে আপনি সম্পূর্ণ নেটওয়ার্কের পাশাপাশি হাই স্পিড ডেটা উপভোগ করতে পারেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনাকে শুধু আপনার সিম কার্ডে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে এবং তার পরে আপনি আপনার BSNL 4G সিম কার্ডে রকেট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

হাইস্পিড ইন্টারনেটের জন্য, প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।

এখন আপনাকে সেটিংসের নেটওয়ার্ক বা কানেকটিভিটি অপশনে যেতে হবে এবং এটি ট্যাপ করতে হবে।

এর পর আপনাকে মোবাইল নেটওয়ার্ক অপশনে যেতে হবে। 

যদি আপনার এলাকায় 4G বা 5G নেটওয়ার্ক থাকে তাহলে আপনি 5G/LTE/3G/2G দেখতে পাবেন। 

BSNL 4G-তে হাই স্পিড নেটওয়ার্কের জন্য, আপনাকে এই বিকল্পটি নির্বাচন করতে হবে। এটি বেছে নেওয়ার পর আপনার ডেটা স্পিড এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি আগের থেকে ভালো হবে। সেই সঙ্গে আপনি ঝড়ের গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

bsnl bsnl plan BSNL 5G
Advertisment