scorecardresearch

মহাকাশে উপগ্রহ পাঠানোর খরচ কমাতে ইসরোর অভাবনীয় সাফল্য, RLV-এর সফল পরীক্ষা

আরএলভি সফল উৎক্ষেপণের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খরচ অনেকটাই কম হবে জানিয়েছে ইসরো।

Indian Space Research Organisation,ISRO,Reusable Launch Vehicle,Autonomous Landing Mission,RLV LEX,Aeronautical Test Range
আরএলভি সফল উৎক্ষেপণের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খরচ অনেকটাই কম হবে জানিয়েছে ইসরো।

ইসরোর মুকুটে ফের সাফল্যের পালক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার সকালে চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ থেকে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল (RLV) সফলভাবে পরীক্ষা করেছে। পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান স্যাটেলাইট পাঠানোর পর এটি আবার পৃথিবীতে ফিরে আসবে। এর মাধ্যমে আবারও আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে। এখন পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের যানগুলো আকাশে যাওয়ার পর ধ্বংস হয়ে গেছে।

ইসরো জানিয়েছে, বিশ্বে প্রথমবারের মতো একটি উইং বডি বিমানকে হেলিকপ্টার থেকে সাড়ে চার কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এবং বিমানের মতো রানওয়েতে অবতরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ISRO-এর মতে, RLV মূলত একটি মহাকাশ বিমান, যা বেশি উচ্চতা থেকে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে অবতরণের জন্য ডিজাইন করা হয়েছে। ISRO জানিয়েছে আধঘন্টার RLV এর উৎক্ষেপণের সময় এর সকল প্যারামিটার স্বাভাবিক ছিল।

ISRO-এর তথ্য অনুসারে, RLV ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) এবং ভারতীয় বিমানবাহিনীর সহায়তায় তৈরি করা হয়েছে। আরএলভি সফল উৎক্ষেপণের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খরচ অনেকটাই কম হবে জানিয়েছে ইসরো। অর্থাৎ ভারত কম খরচে ভবিষ্যৎ স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন সম্পূর্ণ করতে পারবে।

RLV LEX সকাল ৭টা বেজে ১০ মিনিটে উড়ে গিয়ে আধঘণ্টা পরে অর্থাৎ সকাল ৭:৪০ মিনিটে টেস্ট রেঞ্জ এয়ার স্ট্রিপে অবতরণ করে। এটিকে ৪.৫ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল এবং ৪.৬ কিলোমিটার পরিসরে ছেড়ে দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পরে, আরএলভি ল্যান্ডিং গিয়ার নিয়ে নিজেই এয়ার স্ট্রিপে অবতরণ করে।পুনঃব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান স্যাটেলাইট পাঠানোর পর এটি পৃথিবীতে ফিরে আসবে। এর মাধ্যমে আবারও আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা যাবে। এখন পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের যানগুলো আকাশে যাওয়ার পর ধ্বংস হয়ে গেছে। ISRO সফলভাবে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল RLV LEX পরীক্ষা করেছে।

মহাকাশ গবেষবণা সংস্থা বলেছে যে LEX-এ অনেক দেশীয় সিস্টেম ব্যবহার করা হয়েছে। নেভিগেশন সিস্টেম, ইন্সট্রুমেন্টেশন এবং এতে নিযুক্ত সেন্সরগুলির ISRO নিজেই তৈরি করেছে। ভারতীয় বিমান বাহিনী (IAF), সেন্টার ফর মিলিটারি এয়ারওয়ার্থিনেস অ্যান্ড সার্টিফিকেশন (CEMILAC), অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ADE) এবং এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ADRDE) সহ বেশ কিছু সংস্থার সাহায্যে ISRO এই পরীক্ষা চালিয়েছে।  

ISRO-এর তথ্য অনুসারে, RLV ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (DRDO) এবং ভারতীয় বিমানবাহিনীর সহায়তায় তৈরি করা হয়েছে। আরএলভি সফল উৎক্ষেপণের পর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর খরচ অনেকটাই কম হবে জানিয়েছে ইসরো। অর্থাৎ ভারত কম খরচে ভবিষ্যৎ স্যাটেলাইট উৎক্ষেপণ মিশন সম্পূর্ণ করতে পারবে। ISRO-র এই লঞ্চ ভেহিকেলটি অদূর ভবিষ্যতে শুধুমাত্র উপগ্রহ নয়, মহাকাশচারীদেরও মহাকাশে পাঠাতে ব্যবহার করা হতে পারে।

ভারতের আরএলভি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে কম খরচে মহাকাশে মিশন চালানোর পাশাপাশি এটিকে পুনরায় ব্যবহার করা সম্ভব হয়। ভবিষ্যতে এতে সময়ের পাশাপাশি মহাকাশে উপগ্রহ পাঠানোর খরচও কমবে। ভারতীয় মহাকাশ সংস্থা বহু বিলিয়ন ডলারের স্যাটেলাইট উৎক্ষেপণ বাজারে একটি সাশ্রয়ী মূল্যের উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং ইসরো ভবিষ্যতে RLV-কে আরও শক্তিশালী করবে৷

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: India achieved it isro succeeds in landing reusable launch vehicle