৫,০০০ টাকার কমে ফোন কিনতে চান না ভারতীয়রা

৫,০০০ টাকার চেয়ে কম দামের স্মার্টফোনের কর্মক্ষমতায় খুশি হন না মানুষ। হাজার দশের টাকার ফোন কিনতে অনায়াসে রাজি থাকেন ভারতীয়রা।

৫,০০০ টাকার চেয়ে কম দামের স্মার্টফোনের কর্মক্ষমতায় খুশি হন না মানুষ। হাজার দশের টাকার ফোন কিনতে অনায়াসে রাজি থাকেন ভারতীয়রা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শখ ষোল আনা। চাহিদার তালিকায় রয়েছে একাধিক ট্রেন্ডিং ফিচার। স্বভাবতই শখ পূরণ করতে গেলে ৫,০০০ টাকার কম দামের ফোনে তা সম্ভব নয়। অগত্যা অধিকাংশ ক্ষেত্রে দাম ছাড়ায় ১০,০০০। সম্প্রতি ভিয়েতনামি স্মার্টফোনের নির্মাতা মোবিস্টার জানিয়েছে, ভোক্তাদের উন্নততর ফিচার এবং তার সঙ্গে ট্রেন্ডিং ডিভাইসের প্রয়োজন, সেক্ষেত্রে ৫,০০০ টাকা দামের ফোনের বাজার আর নেই বললেই চলে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসকে মোবিস্টারের সহ প্রতিষ্ঠানিক কার্ল বলেন, "৫,০০০ টাকার চেয়ে কম দামের স্মার্টফোনের কর্মক্ষমতায় খুশি হন না মানুষ। হাজার দশেক টাকার ফোন কিনতে অনায়াসে রাজি থাকেন ভারতীয়রা।"

আরও পড়ুন: যে তিনটি কারণের জন্য কিনবেন Nokia 8.1

সম্প্রতি এই কোম্পানি বাজারে নিয়ে এসেছে Mobiistar C1 Shine ফোন। যার ভারতীয় মূল্য ৬,১০০। অল্প দামেই রয়েছে ১৮:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও সঙ্গে ৩০০০ mAh ব্যটারি। সংস্থাটি জানায়, C1 Shine ভারতের বাজারে সাড়া ফেলছে। তাৎক্ষণিকভাবে আয় বৃদ্ধি হচ্ছে সংস্থার। যা আগামী দিনে আরেকটি স্মার্টফোন লঞ্চ করার ক্ষেত্রে সহায়তা করবে ।

Advertisment

সম্প্রতি ভারতে এই কোম্পানি পাঁচশোর বেশি স্টোর ও এক হাজার সার্ভিস সেন্টার চালু করেছে। তবে প্রতিযোগীতা সহজ নয় এই বাজারে। শাওমি ও অপোর একচেটিয়া বাজারে কঠিন হতে পারে মোবিস্টারের অগ্রগতি। তার ওপর ফিচারের অভাব রয়েছে ফোনে। যা প্রত্যক্ষভাবেই বুঝতে পারছেন কার্ল। তিনি জানিয়েছেন, ট্রেন্ডি ফিচারের প্রতি কড়া নজর দিচ্ছেন আগামী ফোনগুলির জন্য।

Read the full story in English

smartphone