Advertisment

পাইলটের ভিডিও মুছে ফেলতে অনুরোধ ইউটিউবকে

"যতটা সম্ভব, কর্তৃপক্ষের বৈধ অনুরোধ আমারা মেনে নেব। দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এ ধরনের বিষয়বস্তু অপসারণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। সূত্রের খবর, পাকিস্তানের হাতে বন্দী উইং কমান্ডারকে নিয়ে যে ১১ টি ভিডিও রয়েছে তা মুছে ফেলার জন্য ইউটিউবকে অনুরোধ জানিয়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক ।

Advertisment

ইউটিউবকে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসরণ করে তথ্য প্রযুক্তি মন্ত্রক ক্লিপগুলি সরিয়ে ফেলার জন্য বলেছিল, এক সরকারি সূত্রে জানা গেছে, লিঙ্কগুলি মুছে ফেলা হয়েছে ইউটিউব থেকে।

গুগলের (যাদের অধীনে ইউটিউব) এক মুখপাত্র বলেন, "যতটা সম্ভব, কর্তৃপক্ষের বৈধ অনুরোধ আমারা মেনে নেব। দীর্ঘস্থায়ী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এ ধরনের বিষয়বস্তু অপসারণের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে"। তিনি আরও বলেন, "সরকার থেকে তথ্য মুছে ফেলার অনুরোধ করা হলে, সেই অনুরোধ অনুযায়ী নিয়মিত আপডেট করা হয়"।

আরও পড়ুন: শুক্রবার ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরানো হবে: ইমরান খান

পাক যুদ্ধবিমানকে আকাশসীমা লঙ্ঘন করতে দেখেই উড়ে যায় ভারতীয় যুদ্ধবিমান মিগ ২৯। পাক যুদ্ধ বিমানককে রুখতে আকাশে চক্কর কাটে ভারতীয় বায়ুসেনার বিমান। ২টি মিগ ২৯ বিমানকে গুলি করে পাকিস্তান নামিয়েছে বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণরেখায় একটি বিমানের ধ্বংসাবশেষ মিলেছে ভারতের দিকে। অন্য যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ মিলেছে পাকিস্তানে।

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে আটক করেছে পাকিস্তান। সেই ভিডিও প্রকাশ করে তারা, এমনই দাবি পাকিস্তানের। ভিডিওতে নিজেকে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার হিসেবে পরিচয় দিয়েছেন অভিনন্দন। সেই ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে পড়েছিল টুইটার ফেসবুক সহ সমস্ত সোশাল নেটওয়ার্কিং সাইটে।

Read the full story in English

Pulwama Attack
Advertisment