UPI Transactions: তাক লাগানো সাফল্য! তামাম বিশ্বকে পিছনে ফেলে বিরাট কৃতিত্ব মোদীর 'আত্মনির্ভর' ভারতের

UPI Transactions: UPI লেনদেনে নয়া রেকর্ড ভারতের। শুধুমাত্র জানুয়ারিতেই ১,৭০০ কোটির লেনদেন। বিবৃতি দিয়ে জানাল অর্থমন্ত্রক। UPI লেনদেনের ক্ষেত্রে ভারত এক নতুন মাইলফলক অর্জন করেছে। জানুয়ারি মাসে প্রথমবারের মতো, UPI লেনদেন ১৬.৯৯ বিলিয়ন ছাড়িয়ে গেছে

author-image
IE Bangla Tech Desk
New Update
UPI Transactions:

তাক লাগানো সাফল্য! তামাম বিশ্বকে পিছনে ফেলে বিরাট কৃতিত্ব মোদীর 'আত্মনির্ভর' ভারতের Photograph: (ফাইল চিত্র)

UPI Transactions: UPI লেনদেনে নয়া রেকর্ড ভারতের। শুধুমাত্র জানুয়ারিতেই ১,৭০০ কোটির লেনদেন। বিবৃতি দিয়ে জানাল অর্থমন্ত্রক। 

Advertisment

UPI লেনদেনের ক্ষেত্রে ভারত এক নতুন মাইলফলক অর্জন করেছে। জানুয়ারি মাসে প্রথমবারের মতো, UPI লেনদেন ১৬.৯৯ বিলিয়ন ছাড়িয়ে গেছে, যেখানে এর মূল্যও ২৩.৪৮ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এটি এখন পর্যন্ত কোন একটি মাসে মাসে UPI লেনদেনের সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবছরে ডিজিটাল পেমেন্টে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু Vodafone Idea 5G, কোটি কোটি ইউজারদের মুখে চওড়া হাসি

UPI এর মাধ্যমে ৮০% খুচরা পেমেন্ট
UPI ভারতে ডিজিটাল লেনদেনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। সারা দেশে খুচরো লেনদেনের ৮০ শতাংশ UPI মাধ্যমে করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩১ বিলিয়নেরও বেশি, যার মূল্য ২০০ লক্ষ কোটি টাকারও বেশি।

Advertisment

Xiaomi, Samsung থেকে শুরু করে Nothing 3a সিরিজ! MWC 2025-কী কী বড় চমক?

অর্থ মন্ত্রকের মতে, UPI ব্যবহার করা সহজ। ব্যাংক এবং ফিনটেক প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান নেটওয়ার্কের মাধ্যমে, এটি দেশজুড়ে লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে অর্থপ্রদানের পছন্দের মাধ্যম হয়ে উঠেছে। জানুয়ারি পর্যন্ত, ৮০টিরও বেশি UPI অ্যাপ (ব্যাংক অ্যাপ এবং তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশন প্রদানকারী) এবং ৬৪১টি ব্যাংক বর্তমানে UPI ইকোসিস্টেমে সক্রিয় রয়েছে।

সবচেয়ে বড় ছাড়, ৫৭ শতাংশ ডিসকাউন্টে মাত্র ১৯ হাজারে পান নতুন AC

কেমব্রিজ বিজনেস স্কুলের অধ্যাপক কার্লোস মন্টেসের মতে, বিশ্বের অন্যান্য দেশ UPI সম্পর্কিত ভারতের চমৎকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, মরিশাসের মতো দেশেও UPI-এর মাধ্যমে লেনদেন হচ্ছে। এর ফলে ভারতীয়রা আন্তর্জাতিক পর্যায়ে অর্থপ্রদান করতে পারবেন।

India UPI